
সাধারণ-জ্ঞান – ভর্তি-পরীক্ষা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 3
21. কোন গাছকে সূর্য গাছ বলা হয়?
- আম
- শাল
- সুন্দরী
- তুলা
22. হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস কোনটি?
- 1971
- শঙ্খনীল কারাগার
- নন্দিত নরকে
- হিমু
23. BRRI কত সালে প্রতিষ্ঠিত হয়?
- 1960
- 1955
- 1970
- 1982
24. বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুদ্রার নাম কি?
- পাউন্ড
- পেসো
- ডলার
- টাকা
25. নিচের কোনটি জর্ডানের সমুদ্র বন্দর?
- হাইফা
- আকাবা
- ডাকার
- আকিয়াব
26. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- রোম
- তেহরান
- কোস্টারিকা
- কোস্টারিকা
27. কোন সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠার ৭ দফা ঘোষণা করা হয়?
- রোম সম্মেলন
- জাপান সম্মেলন
- মস্কো সম্মেলন
- তেহরান সম্মেলন
28. নিচের কোন প্রণালীটি এশিয়া কে আমেরিকা থেকে পৃথক করেছে?
- পক
- বেরিং
- পানামা
- জিব্রাল্টার
29. কত সালে জাতিসংঘ পতাকা নির্ধারিত হয়?
- 1947
- 1945
- 1948
- 1944
30. কত সালে ওয়াটারলূ যুদ্ধ সংঘটিত হয়?
- 1820
- 1815
- 1825
- 1810
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।