
দশম গ্রেড কেন নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেড কেন অবৈধ নয় এবং দশম গ্রেড কেন নয়, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে এ রুল জারি করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালকসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবীরা জানান, ২০১৪ খ্রিস্টাব্দে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড নির্ধারণ করে পরিপত্র জারি করেন।
কিন্ত উক্ত পরিপত্রে প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০তম গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেডে নির্ধারণ করা হয়।
পরবর্তী সময়ে তারা বিভিন্ন সময়ের সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করলেও বেতন স্কেল পরিবর্তন করেননি। যার পরিপেক্ষিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন নোয়াখালী জেলার সদর উপজেলার ৪৪ প্রধান শিক্ষক।
রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।
আরো পড়ুন:
প্রাথমিক বিদ্যালয়ে সরকারি সহায়তা শুধুই বিনামূল্যের বই ছাড়া কিছুই নেই
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক নিয়োগে যোগ্যতা স্নাতক করা হচ্ছে