
পঞ্চদশ সংশোধনী
উত্থাপনকারী- ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে গৃহীত- ৩০ জুন, ২০১১
রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষর- ৩ জুলাই, ২০১১
সংশোধনীসমূহ
৭২-র সংবিধানের চার মূলনীতি পুনর্বহাল (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা)
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ
রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন
অবৈধ ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি
রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বহাল, অন্যান্য ধর্মের সমমর্যাদা
আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল
শক্তিশালী নির্বাচন কমিশন
জাতির পিতা, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্তকরণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সুযোগের সমতা
সংরক্ষিত নারী আসন বৃদ্ধি (বর্তমানে- ৫০টি; পূর্বে ছিল- ৪৫টি)
মৌলিক বিধান সংশোধন-অযোগ্য
জরুরি অবস্থার মেয়াদ নির্দিষ্টকরণ
দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য
ষোড়শ সংশোধনী হলো ১৭ সেপ্টেম্বর ২০১৪ তে। এ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের সুযোগ পেল সংসদ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।