
শিক্ষা-ও-দৈনন্দিন-জীবনে-ইন্টারনেটের-ব্যবহার – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 523
5221. ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হবে?
- বাংলা
- ফ্রান্স
- চীনা
- ইংরেজী
5222. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে-
- ব্যাংকের লেনদেন করা যায়
- গেম খেলা যায়
- খবরের কাগজ পড়া যায়
A,B,C
5223. জিপিএস যোগাযোগ করে কোনটির মাধ্যমে?
- চাঁদ
- মঙ্গল গ্রহ
- কৃত্রিম উপগ্রহ
- বুধ গ্রহ
5224. প্রত্যেকটি ই-মেইলের জন্য একটি করে কী থাকে?
- মেইল বক্স
- মেইল
- ব্রাউজার
- স্মার্টফোন
5225. বাংলা বা ইংরেজীতে কোন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়?
- ইয়াহু
- গুগল
- জি-মেইল
- হটমেইল
5226. ই-বুক রিডারের সাহায্যে-
- বই পড়তে পারা যায়
- ভাগ্য পরীক্ষা করতে পারা যায়
- গান শুনতে পারা যায়
A,C
5227. দিনের প্রতিটি মুহূর্ত ইন্টারনেটেরন সাথে যুক্ত থাকা যায় কোনটিরন কারণে?
- স্মর্টফোন
- ডেস্কটপ
- ল্যাপটপ
- নোটবুক
5228. রহিম করিমের কাছে একটি ই-মেইল করল। ই-মেইলটি কোথায় জমা থাকবে?
- রহিমের মেইল বক্সে
- করিমের মেইল বক্সে
- ইয়াহুতে
- জি-মেইলে
5229. মেইল বক্স কোথায় থাকে?
- ই-মেইল একাউন্টে
- ই-সেবায়
- মোবাইলের SMSএ
- জব একাউন্টে
5230. আনান এবার JSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে হঠাৎ করে মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনে তার বন্ধুর কাছ থেকে শুনতেদ পেল আজ তার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।