শিক্ষকগণ যেভাবে কোর্সের বর্ণণা লিখবেন।
শিক্ষকগণকে ইশিখন.কম কর্তৃপক্ষতার কোর্সে অর্ন্তভুক্ত করে কোর্সের লিংক পাঠাবেন।
এরপর শিক্ষকগণ স্ব স্ব কোর্সকে নিজের মত করে সুন্দর করে সাজাতে হবে।
ইশিখন কোর্সে দু ধরণের বর্ণনা/ডেসক্রিপশন রয়েছে, একটি হল সংক্ষিপ্ত বর্ণনা আরেকটি হল পুর্ণাঙ্গ বর্ণনা (ফুল ডিটেইলস)।
সংক্ষিপ্ত বর্ণনা অংশে মাত্র এক বাক্যে কোর্সটির সর্ম্পকে কিছু লিখবেন।
আর পুর্ণাঙ্গ বর্ণনা অংশে
কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি:
কোর্সের বর্ণনা অংশে শিক্ষকগণ নিমোক্ত বিষয়গুলো অর্ন্তভুক্ত করবেন:
কোর্স করতে যে সফ্টওয়্যার দরকার:
শিক্ষার্থীর আগে থেকে যেটি জানা থাকতে হবে:
এই কোর্সটি শেষ করে শিক্ষার্থী যেটি অর্জন করবেন:
কাদেরজন্য এই কোর্স:
অন্যান্য:
মোট লেকচার সংখ্যা:
মোট সময় (দিন) :
মোট সোর্স ফাইল (অত্যাবশ্যক নয়):
ক্লাস শুরুর তারিখ :
যে সময়ে ক্লাস নিবেন :
উপরের সবকিছু বর্ণণা অংশে লিখবেন।
নিচে কিভাবে কোর্সের বর্ণনা লিখবেন, তা ছবি সহ দেখানো হল:
প্রথমে আপনার কোর্সে যান:
কোর্সের মাঝামাঝিতে যে মেনু আছে তার ডানপাশে কোর্স সম্পাদনাতে ক্লিক কর