শব্দার্থ – জেএসসি-বাংলা-2-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 418
4172. ‘বাসার সবাই ভালো আছে তো?’- ‘ভালো’ অর্থ কী?
- সৎ
- সুন্দর
- সুখবর
- কুশল
4173. ‘ছেলেটির বয়স অল্প, কিন্তু কথায় পাকা।’ বাক্যে ‘পাকা’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- পরিপক্ব
- নিপুণ
- অকালপক্ব
- দক্ষ
4174. ‘আমার ব্যাপারে নাক গলাতে এসো না।’ বাক্যে ‘নাক’ শব্দ কী অর্থে ব্যবহৃত –
- নাসিকা
- আগ্রহ
- শব্দ করা
- অনধিকার চর্চা
4175. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- প্রচেষ্ট
- নিশ্চেষ্ট
- যথেষ্ট
- নিরত
4176. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোন দুটি?
- উদক নীরদ
- বারি সলিল
- নীর পদক
- জীবন বীচি
4177. ‘ডাক্তার বাবুর হাতে যশ আছে’- এখানে ‘হাত’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
- অঙ্গীকার
- যশ করা
- নিপুণতা
- সহায়ক
4178. ‘উৎকর্ষ’ – এর বিপরীত শব্দ কোনটি?
- উৎকৃষ্ট
- অপকৃষ্ট
- নিকৃষ্ট
- অপকর্ষ
4179. ‘উড়নচন্ডী’ বাগধারার অর্থ –
- উচ্ছৃঙ্খল
- অমিতব্যয়ী
- নির্বোধ
- গোঁয়ার
4180. বাংলা ভাষায় কতকগুলো শব্দ কী অর্থে ব্যবহৃত হয়?
- ভিন্নতা অর্থে
- ভিন্ন অর্থে
- ভিন্ন ব্যবহার্থে
- অভিন্ন অর্থে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শব্দার্থ - জেএসসি-বাংলা-2-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 418"