এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 137
1361. IASC এর পূর্ণরূপ কোনটি?
- International Auditing Standard committee
- International Accounting Standard committee
- International Association of Standard committee
- International Acceptable Standard committee
1362. “রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক” উক্তিটি –
- সঠিক
- সঠিক নয়
- উভয়টি
- কোনোটিই সঠিক নয়
1363. কোনগুলো রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে?
- দায় ও দেনাসমূহ
- সম্পত্তি ও স্থিতি
- যন্ত্রপাতি ও আসবাবপত্র
- বকেয়া আয়সমূহ
1364. রহিমের নিকট থেকে মাল ক্রয় করা হয়েছে ২৬,০০০ টাকা কিন্তু হিসাবে দেখানো হয়নি। তবে রেওয়ামিল মিলে গেছে। এক্ষেত্রে কোন ভুলটি হয়েছে?
- করণিক ভুল
- বাদ পড়ার ভুল
- নীতিগত ভুল
- পরিপূরক ভুল
1365. কোন সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে না?
- বাট্টা সঞ্চিতি
- সাধারণ সঞ্চিতি
- পাওনা বাট্টা সঞ্চিতি
- দেনাদারের ওপর বাট্টা সঞ্চিতি
1366. ‘ব্যাংক জমাতিরিক্ত’ রেওয়ামিলের কোন দিকে বসে?
- ডেবিট দিকে
- ক্রেডিট দিকে
- ডেবিট ক্রেডিট উভয়দিকে
- কোনো দিকে বসে না
1367. একদিকের ভুলের বৈশিষ্ট্য হলো –
- হিসাবে একটি দিকেই ভুল হয়েছে
- অপর দিকটি অনিশ্চিত হিসাবে দেখানো হবে
- ভুলের দিকটি সংশোধন করা হবে
- কোনটিই নয়
A,B,C
1368. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
- শুদ্ধতা
- নির্ভুলতা
- ভুল
- নির্দিষ্টতা
1369. কয়টি উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
- পাঁচটি
- ছয়টি
- সাতটি
- আটটি
1370. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?
- ডেবিট দিকে
- ক্রেডিট দিকে
- উভয় দিকে
- যেকোনো একদিকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""রেওয়ামিল" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 137"