এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 143
এসএসসি হিসাববিজ্ঞান | 1421. মি. রহমান ভুলবশত প্রতিষ্ঠানের কলকব্জা মেরামত ২,০০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?
- পরিপূরক ভুল
- বেদাখিলার ভুল
- নীতিগত ভুল
- বাদ পড়ার ভুল
1422. মিমি এন্ড কোং – এর প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স ছিল ১,০০,০০০ টাকা। বছরের শেষ দিনে রেওয়ামিল তৈরি করার সময় উক্ত টাকা কোন দিকে বসবে?
- ডেবিট পার্শ্বে ১০০০০ টাকা ক্রেডিট পার্শ্বে ১০০০০ টাকা
- ডেবিট ও ক্রেডিট পার্শ্বে ১০০০০ টাকা
- ডেবিট ও ক্রেডিট পার্শ্বে ১২০০০০ টাকা
- ডেবিট ও ক্রেডিট পার্শ্বে ১০০০০ টাকা
1423. রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে। কোন জাতীয় ভুলের কারণে?
- নীতির ভুল
- যোগের ভুল
- স্থানান্তরের ভুর
- উদ্বৃত্ত বের করার ভুল
1424. শিক্ষানবিস সেলামী রেওয়ামিলের –
- ডেবিট দিকে বসে
- ক্রেডিট দিকে বসে
- ডেবিট এবং ক্রেডিট উভয় দিকেই বসে
- কোনো দিকেই বসে না
1425. মিসেস দিলরুবার খতিয়ানে উদ্বৃত্তসমূহ রেওয়ামিলে স্থানান্তরের সময় ভুল করে কিছু ডেবিট উদ্বৃত্তকে ক্রেডিট দিকে এবং ক্রেডিট উদ্বৃত্তকে ডেবিট দিকে লিখেন। এই ভুলগুলোর কারণে রেওয়ামিলের উভয় দিকের যোগফল সমান হচ্ছে না। মিসেস দিলরুবার এই ভুলগুলো –
- খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল
- খতিয়ান উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল
- নীতিগত ও করণিক ভুল
- কোনটিই নয়
B,C
1426. কোনো প্রতিষ্ঠানে রেওয়ামিলের ডেবিট দিকে ৫,০০০ টাকা, ক্রেডিট দিকে ৪,৮০০ টাকা আছে। তাহলে অনিশ্চিত হিসাব হবে –
- ২৫০ টাকা
- ২০০ টাকা
- ২৩০ টাকা
- ২১০ টাকা
1427. বকেয়া বেতন রেওয়ামিলের কোন ঘরে বসে?
- ডেবিট ঘরে
- ক্রেডিট ঘরে
- বিবরণের ঘরে
- সকল ঘরে
1428. মি. জামান তার প্রতিষ্ঠানের জন্য রেওয়ামিল প্রস্তুত করে দেখতে পেলেন ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা ৫,০০০ টাকা কম। তিনি মূলধন হিসাব রেওয়ামিলে সঠিকভাবে লিখেছেন। এক্ষেত্রে মি. জামান রেওয়ামিলের উভয় পাশ সমান করার জন্য কী করবেন?
- মূলধন হিসাব নামে ১০০০০ টাকা ডেবিট করবেন
- মূলধন হিসাব নামে ১০০০০ টাকা ক্রেডিট করবেন
- অনিশ্চিত হিসাব নামে ৫০০০ টাকা ক্রেডিট করবেন
- মূলধন হিসাব নামে ১০ ০০০ টাকা ক্রেডিট করবেন
1429. রেওয়ামিল বলতে বোঝায় –
- একটি হিসাব খাতা
- একটি পরিপূর্ণ হিসাব
- খতিয়ানের উদ্বৃত্তসমূহের তালিকা
- আর্থিক বিবরণীর অংশ
1430. হিসাবরক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন হিসাব বা বিবরণীর ছক সাধারণত কারা প্রদান করে থাকে?
- IASC
- 1SAC
- AISC
- ASIC
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি Finance Banking মডেল টেস্ট
এসএসসি ভুগোল ও পরিবেশ মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট- 143"