রাসায়নিক-পরিবর্তন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-রসায়ন ১মপত্র-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 804
8031. দুধে pH=6.0 সুতরাং দুধ-
- সামান্য ক্ষারীয়
- সামান্য অম্লীয়
- অম্লীয়
- নিরপেক্ষ
8032. কোনটি নিরপেক্ষ তরলের pH?
- 7
- 5
- 12
- 14
8033. একটি উভমুখী বিক্রিয়ার শুরুতে-
- সম্মুখ বিক্রিয়ার বেগ বেশি থাকে
- বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে
- বিক্রিয়া বিপরীত দিকে ঘটতে থাকে
8034. ইউরিয়েজ এনজাইমের প্রবাবে ইউরিয়ার আর্দ্র বিশ্লেষণে কী উৎপন্ন হয়?
- মিথেন
- অ্যামোনিয়া
- নাইট্রোজেন
- হাউড্রোজেন
8035. কোন সমীকরণের সাহায্যে বাফার দ্রবণের pH গণনা করা হয়?
- অ্যাভোগেড্রো সমীকরণ
- হেন্ডারসন সমীকরণ
- ব্রনস্টেড লাউরি সমীকরণ
- আরহেনিয়াস সমীকরণ
8036. Z যৌগটির নাম কী?
- সোডিয়াম ইথানোয়েট
- সোডিয়াম প্রপানোয়েট
- সোডিয়াম বিউটানোয়েট
- সোডিয়াম পেন্টানোয়েট
8037. বিকারকের আয়তনের বিপরীতে দ্রবণের pH এর মানের লেখচিত্রকে কী বলে?
- এসিডিয় রেখা
- ক্ষারীয় রেখা
- প্রমাণ রেখা
- প্রশমন রেখা
8038. টেকসই, উন্নয়নের লক্ষ্যে রসায়নের ভূমিকার সাথে প্রনিধানযোগ্য বিষয়-
- স্থিতিশীল অর্থনীতি
- নবায়নযোগ্য সম্পদের ব্যবহার
- বস্তুসমূহের পুন:চক্রায়ন
8039. একটি বীকারে কিছু NaOH দ্রবণ নিয়ে এতে কয়েক ফোঁটা মিথাইল রেড যোগ করা হলে কী বর্ণ ধারণ করবে?
- লাল
- হলুদ
- কালো
- গোলাপি
8040. সকল রাসায়নিক বিক্রিয়া কোন দিকে ধাবিত হয়?
- বিক্রিয়ার সম্মুখ দিকে
- বিক্রিয়ার পশ্চাৎ দিকে
- বিক্রিয়ার সাম্যাবস্থার দিকে
- বেশি ঘনমাত্রার দিকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "রাসায়নিক-পরিবর্তন - এইচএসসি-রসায়ন ১মপত্র-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 804"