রাজনৈতিক-দল – এইচএসসি-পৌরনীতি-1-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 935

রাজনৈতিক-দল – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 935

9341. প্রতিনিধিত্বমুলক গণতন্ত্রেোর মূলভিত্তি কী?

  1. ছাত্র সংগঠন
  2. রাজনৈতিক দল
  3. জাতীয় সংসদ
  4. আমলাতন্ত্র

9342. রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে-

  1. দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা
  2. নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা
  3. দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা

9343. নিচের কোনর সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল থাকে?

  1. রাজতন্ত্রে
  2. স্বৈরতন্ত্রে
  3. একনায়কতন্ত্রে
  4. অভিজাততন্ত্রে

9344. বাবলুর দেশের সরকার জনগণের প্রতি স্বৈরাচারী আচরণ শুরু করে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল এক হয়ে উক্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। আন্দোলনের একপর্যায়ে সরকারের পতন হয় এবং পুনরায় বাবলুর দেশে গণতন্ত্র ফিরে আসে।বর্তমানে বাবলুর দেশের রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি?

  1. জনমত গঠন
  2. গঠনমূলক বিরোধিতা
  3. রাজলৈতিক শিক্ষাদান
  4. সরকার গঠন

9345. বাবলুর দেশের রজানৈতিক দলের ভূমিকা হলো-

  1. সামাজিক ঐক্য প্রতিষ্ঠাসভা
  2. মিছিল ও গণযোগাযোগহরতালে গাড়িতে আগুন দেওযা

9346. জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায়?

  1. সরকার
  2. রাজনৈতিক দল
  3. অর্থনৈতিক সংগর্ঠন
  4. সাংস্কৃতিক সংগঠন

9347. কোনটি রাজনৈতিক দলের কার্যাবলি?

  1. আইন প্রণয়ন
  2. বিচার করা
  3. সরকার গঠন
  4. আইন প্রয়োগ

9348. সকল ধর্ম, বর্ণ, নারী-পুরুষ শ্রেণি-পেশা নির্বিশেষ সকলের স্বার্থে কাজ করে-

  1. চাপসৃস্টিকারী দল
  2. নির্বাচকমন্ডলী
  3. রাজনৈতিক দল
  4. সমাজ

9349. কোন নেতৃত্বে নেতার কথাই মুখ্য?

  1. গণতান্ত্রিক নেতৃত্বে
  2. এলিট নেতৃত্বে
  3. একনায়ক নেতৃত্বে
  4. সনাতন নেতৃত্বে

9350. দুর্নীতি দমন কমিশন জনৈক মন্ত্রীর পি.এস. এর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখল, সে একজন সাধারণ দলীয় কর্মী থেকে বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। এতে রাজনৈতিক দলের কোন দিক তুলে ধরা হয়?

  1. স্বজনপ্রীতি
  2. অঞ্চলপ্রীতি
  3. বিভক্তি
  4. দলীয়করণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline