রবী ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল:
ছন্দ মনে রাখার দরকার নাই. ঘটনাটি মনে রাখুন।
#””ভানুসিংহ ঠাকুর”” #””সানাই”” হাতে করে #””চিত্রা”” নদী পার হওয়ার
জন্য #””খেয়া”” নামক #””সোনার তরীতে #””উঠে! একই সময়ে #””ক্ষনিকা””,
#””শ্যামলী””, #””মহুয়া”” ও #””মানসী”” নদী পার হওয়ার জন্য সোনার তরীতে উঠে!
#মহুয়াকে দেখে ঠাকুর সাহেব মুগ্ধ হয়! তার প্রেমে হাবুডুবু খেতে থাকে!
# “”নৈবেদ্য””সে জানতে পারে মাঘ মাসের ১২ তারিখ মহূয়ার
#””জন্মদিন!”” এজন্য সে মহুয়ার জন্মদিনে #””বনফুল”” #””কড়ি ও কোমল”” #””বলাকার”” কাছে পাঠিয়ে দেয়! বলাকা তখন #””কল্পনার”” মধ্যে #””গীতাঞ্জলী””
কাব্য পড়তে থাকে! মহুয়া #””পত্রপুটের”” #””ছড়ার ছবি”” #””সন্ধ্যার সঙ্গীতের”” মত
গাইতে থাকে! কবির এ #””শেষ লেখা”” তার জীবনের #””কবি কাহিনী!””
এবার একবার চোখ বুলিয়ে নিন
ভানুসিংহ ঠাকুর””
#””সানাই””
#””চিত্রা””
#””খেয়া””
সোনার তরী
#””ক্ষনিকা””,
#””শ্যামলী””,
#””মহুয়া””
#””মানসী””
“”নৈবেদ্য””
#””জন্মদিন!””
#””বনফুল””
#””কড়ি ও কোমল””
#””বলাকা
#””কল্পনা””
#””গীতাঞ্জলী””
#””পত্রপুটের””
#””ছড়ার ছবি””
#””#””সন্ধ্যার সঙ্গীতের””
#””শেষ লেখা””
#””কবি কাহিনী!””
কিছু জেনে নিই—
কবি কাজী নজরুল ইসলামের গল্প মনে রাখার পদ্ধতি>
“”শিউলীমালা’ পদ্ম গোখরার’ কামড়ে ‘রিক্তের বেদনায়’ ‘ব্যাথার দান’ হতে’ জিনের বাদশার’ কাছে গেল..
নাটক> ‘আলেয়া’ ও ‘মধুমালা’ ‘পুতুলের বিয়েতে’ ‘ঝিলমিলি’ শাড়ি পরেছিল.!
প্রবন্ধ> ‘দুর্দিনের যাত্রী’ ‘রাজবন্ধীর’ ‘জবানবন্দীতে’ ‘ধূমকেতুর’ মত ‘যুগবাণী’ দিয়েছে.
উপন্যাস >বামৃকু> বাঁধনহারা, মৃত্যুক্ষুদা, কুহেলিকা!
বাক্য সংকোচন:
o চৈত্র মাসের ফসল – চৈতালী
o ক্ষমার যোগ্য ক্ষমার্হ
o বেঁচে থাকার ইচ্ছা – জিজীবিষা
o যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
o যে নারীর পতিও নেই, পুত্র ও নেই – অবীরা
o যে নারীর হাসি সুন্দর -সুচিস্মিতা
o যে উপকারীর অপকার করে – কৃতঘ্ন
o যে উপকারীর উপকার স্বীকার করে – কৃতজ্ঞ
o যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর
o যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমৃষ্যকারী
o যে সকল অত্যাচারই সয়ে যায় সর্বংসহা
o যে বিষয়ে কোনো বিতর্ক নেই – অবিসংবাদী
o কোনোভাবেই যেটি নিবারণ করা যায় না অনিবার্য
o খেয়াপার করে যে তাকে বলা হয় – পাটনী
o চেটে খাওয়া যায় যেটি লেহ্য
সম্মেলনের শহর হিসেবে পরিচিত জেনেভা ( সুইজারল্যান্ড)
অনেক সংস্থার সদর দপ্তর এখানে আছে। চলুন মনে রাখি ছন্দে ছন্দেঃ
স্বাস্থ্যবান স্কাউট ও শ্রমিকেরা তাদের উচ্চ মেধা দিয়ে আবহাওয়া উপযোগী
বাণিজ্যিক ভবন তৈরী করল।
এখন মিলিয়ে নিনঃ
WHO >>> World health Organization (স্বাস্থ্যবান)
WOSOM >>>> world scout movement (স্কাউট)
ILO >>> International Labor Organization (শ্রমিক)
ITU >>> International Telecommunication Union ( তার বা তাদের )
UNHCR >>> United Nations High Commissions for Refugees (উচ্চ)
WIPO >>> World Intellectual Property Organization (মেধা)
WMO >>> World Meteorological Organization (আবহাওয়া)
WTO >>> World Trade Organization (বাণিজ্যিক)
সাম্প্রতিক বিশ্ব≈
১. মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের অবস্থান?
=দ্বিতীয়(১ম কেনিয়া)
২.নারী শিক্ষার উন্নয়নে ইউনেস্কো কর্তৃক
‘‘শান্তিবৃক্ষ“ স্মারক লাভ করেন?
= প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৩. বিশ্ব স্বাস্থ্য সংগঠন কর্তৃক“অ্যাওয়াড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ-২০১৪“ লাভ করেন?
=সায়মা হোসেন পুতুল।
৫. বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার সর্বাধিক?
=অ্যাঙ্গোলা(প্রতি হাজারে ১৬৭জন)
৬.বিশ্বের কোন দেশে শিশু মৃত্যুহার কম?
=লুক্সেমবার্গ ও আইসল্যান্ড(প্রতি হাজারে ২জন)
৭.জাতীয় পরিবেশ কমিটি প্রধান কে?
=প্রধানমন্ত্রী
৮. বুয়েটের প্রথম নারী উপাচার্য কে?
=খালেদা ইকরাম ( বাংলাদেশের ২য়
নারী উপাচার্য)
৯. জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?
=ড. এ,কে আব্দুল মোমেন
১০.‘‘জয় বাংলা’’ প্রামান্যচিত্রের পরিচালক
কে?
=নাগিসা ওশিমা(জাপান)
১১. ২০১৪ সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
=১০৯তম
১২.বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা কত?
= ৬৩ টি
১৩.বর্তমানে দেশে বিশেষায়িত ব্যাংকের
সংখ্যা কত?
=৯টি।(সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংক)
১৪.বর্তমানে দারিদ্রের হার কত?
= ৩০.৭% (অর্থনীতি সমীক্ষা-২০১৪তে ২৫.৬% )
১৫. বাংলাদেশের কোন কোন জেলায় দারিদ্রের
হার সবচেয়ে বেশি ও কম?
=বেশি কুড়িগ্রাম আর কম কুষ্টিয়া।
১৬.সংবিধান(ষোড়শ সংশোধন)আইন ২০১৪ জাতীয় সংসদে পাস হয় কবে?
=১৭ সেপ্টে: ২০১৪
১৭.যুক্তরাজ্য কোন কোন রাজ্য নিয়ে গঠিত?
=ইংল্যান্ড,উত্তর অ্যায়ারল্যান্ড, স্কটল্যান্ড,ওয়েলস।
১৮. স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়
কবে?
=১৮ সেপ্টে:২০১৪
১৯.স্কটল্যান্ডের রাজধানী ও পার্লামেন্টের
নাম কি?
=এডিনবার্গ , স্কটিশ পার্লামেন্ট
২০. CTBT অনুমোদনকারী দেশ কয়টি?
=১৬১টি
২১.বাংলাদেশে সরকারি চিড়িয়াখানা কয়টি?
=৩টি(সর্বশেষ সিলেট)
২২. সিরডাপের বর্তমান সদস্য সংখ্যা কত?
=১৫টি (সর্বশেষ ফিজি)
২৩.বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পথিকৃত কে?
=এম নুরুল কাদের
২৪. যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে কোন দেশ শীর্ষ?
=চীন(বাংলাদেশ ২য়)
২৫. বিশ্বে কতজন লোক অপুষ্টিতে ভোগে?
=৮০কোটি ৫০ লাখ (প্রতি ৯ জনে ১জন,সর্বাধিক
ভারতে ১৯ কোটি ৭লাখ)
২৬. বিশ্বের বৃহত্তম ই -কর্মাস বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম কি?
=আলিবাবা(চীন)
২৭.””ব্লু ইকোনমি”” কোন বিষয়ের সাথে জড়িত? =সমুদ্র অর্থনীতির সাথে
মনে রাখুন কাজে দেবে
বাংলা সাহিত্য – গুরুত্বপূর্ণ বিষয়সুমূহ
১. “”কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ
লাভ হয় কি মহীতে? -এটি কার রচনা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
২. “”যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের
বাতি, আশুগৃহে তার, দেখিবে না আর,
নিশিথে প্রদীপ বাঁতি।””-এটি কার লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
৩. “”কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?””-কার
লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
৪. “”জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”-
এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা হতো?
উত্তর: শিখা পত্রিকার।
৫. “”সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি।””-কোন
কবি এ কথা বলেছিলেন?
উত্তর: জীবনানন্দ দাশ।
৬. “”আমাদের ছোট গ্রাম মায়ের সমান
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।””-কোন কবির
রচনা?
উত্তর: বন্দে আলী মিয়া।
৭. “”এখানে যারা প্রাণ দিয়েছে রমনার
ঊধ্বমুখী কৃষ্ণচূড়ার
নিচে সেখানে আমি কাঁদতে আসিনি।”” -এর
রচয়িতা কে?
উত্তর : মাহবুব আলম চৌধুরী।
৮ ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: আলালের ঘরের দুলাল।
৯. ভ্রমর, রোহিনী ও গোবিন্দলাল কোন
উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
১০. আয়েশ ও তিলোত্তমা কোন গ্রন্থের
কেন্দ্রিয় চরিত্র?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশ
নন্দিনী’ উপন্যাসের।
১৷ ২৫ বছর
পূর্তিকে বলা হয়?
=রজত জয়ন্তী
২৷ ৫০ বছর
পূর্তিকে বলা হয়?
=সুবর্ণ জয়ন্তী ৩৷ ৬০ বছর
পূর্তিকে বলা হয়
=হীরক জয়ন্তী
৩৷ ৭৫ বছর
পূর্তিকে বলা হয়
=প্লাটিনাম জয়ন্তী ৪৷ ১০০ বছর
পূর্তিকে বলা হয়?
=শতবর্ষ
৫৷ ১৫০ বছর
পূর্তিকে বলা হয়?
=সার্ধ-শত
প্রয়োজনীয় পরিমাপ:
১ চেন = ২২ গজ = ৪৪ হাত =
৬৬ফুট = ১০০ লিঙ্ক বা কড়ি ,
১ কড়া = ২১৭.৮ বর্গফুট
৪ কড়া = ১ গন্ডা = ৮৭১.২
বর্গফুট ,
২০ গন্ডা = ১ ছটাক = ১
কানি বা আনা = ১৭২৮০ বর্গফুট =
৪০
একর ,
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০
বর্গগজ
১ শতাংশ = ৪০.৪৭ বর্গমিটার
১ বিঘা = ২০ কাঠা = ৩৩
শতাংশ =
১৪৪০০ বর্গফুট
১ একর = ৪৮৪০ বর্গগজ = ১০০
শতাংশ = ৪৩২০০ বর্গফুট = ৬০.৫
কাঠা
১ ফুট = ১২ ইঞ্চি
১ হাত = ১৮ ইঞ্চি
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩৬ ইঞ্চি= ৩ ফুট= ২ হাত
১ চেইন = ২২ গজ= ৬৬ ফুট
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিকটন = ১০ কুইন্টাল=
১০০০ কেজি
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ সের = ১৬ ছটাক,
সংবিধানঃ
প্রিলির জন্য সংবিধানের যে ধারা গুলো পড়তে হয়। সম্পূর্ণ ধারা না কোন ধারা কি সম্পর্কিত তা জানলেই হয়! যেমন ১ নং ধারা প্রজাতন্ত্র সম্পর্কিত।
মোট অনুচ্ছেদ:১৫৩টি
মোট ভাগ/অধ্যায়: ১১টি
প্রথম ভাগ>প্রজাতন্ত্র ধারা>১-৭
দ্বিতীয় ভাগ>রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধারা>৮-২৫
তৃতীয় ভাগ>মৌলিক অধিকার ধারা>২৬-৪৭
৪র্থ ভাগ> নির্বাহী বিভাগ ধারা>৪৮-৬৪
৫ম ভাগ> আইন বিভাগ> ধারা>৬৫-৯৩
৬ষ্ঠ ভাগ> বিচার বিভাগ ধারা>৯৪-১১৭
৭ম ভাগ> নির্বাচন ধারা>১১৮-১২৬
৮ম ভাগ> মহা হিসাব -নিরীক্ষক ও নিয়ন্ত্রক ধারা>১২৭-১৩২
৯ম ভাগ> জরুরী বিধানবলী ধারা>১৩৩-১৪১
১০ ভাগ> সংবিধান সংশোধন ধারা>১৪২
১১ ভাগ> বিবিধ>.ধারা> ১৪৩-১৫৩
গুরুত্বপূর্ণ কিছু ধারা :১,২(ক),৩,৪ এর(১)(২)(৩),৪(ক),৫,৬(২),৭(১),(২),৯,১০,১১,১২,১৫,১৭,১৯,(৩),২১(২),২২,২৭,২৮(২),৩৬,৩৭,৩৮,৩৯,৪০,৪১,৪৭(৩),৫২,৫৯,৬৪,৬৫,৭০,৭৭,৮১,৮৭,৯১,৯৩,৯৪,১০২,১১৭,১১৮,১২৭,১৩৭,১৪১(ক এর(১)),১৪২,১৫৩।
মনে রাখবেন একমাত্র মহিলা সদস্য রাজিয়া আক্তার বানূ ও একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ কামাল হোসেনকে প্রধান করে মোট ৩৪ সদস্য নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটি ১২ অক্টোবর ১৯ ৭২ এ সংসদে উত্থাপন করে ৪ নভেম্বর ১৯৭২ সংসদ কর্তৃক পাশ বা গৃহীত হয় এজন্য ৪ নভেম্বর সংবিধান দিবসঃ পরবর্তীতে ১ম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর হয়। ১২> ৪> ১৬/১৯৭২ = অক্টোবর >নভেম্বর> ডিসেম্বর ।সংবিধানের জনক ড. কামাল হোসেন আর সংবিধানের ব্যাখ্যাকার ও রক্ষক সুপ্রীম কোর্ট।
মনে রাখার ভেজাল বিষয়
i.ঘুম নেই (উপন্যাস) নীহার রঞ্জন
ii.ঘুম নেই (কাব্য) সুকান্ত
iii.ঘুম নেই (নাটক) সেলিম আল দিন
1.বসন্তকুমারী (নাটক) মীর মশাররফ হোসেন
2.কৃষ্ণকুমারী (নাটক) মাইকেল মধুসূদন দত্ত
3.কন্যাকুমারী (উপন্যাস) নীহার রঞ্জন গুপ্ত
বিভিন্ন খাদ্যে বিদ্যমান এসিডঃ
ম্যালিক এসিড- টমেটো/ আপেল
এসকরবিক এসিড- কমলালেবু
সাইট্রিক এসিড- লেবু
আক্সালিক এসিড- আমলকী
টারটারিক এসিড- আঙুর/ তেতুল
এসিটিক এসিড- পুরানো মদ/ ফল/ সিরকা
ল্যাকটিক এসিড- দুধ
মনে রাখা ভালঃ-
রজত জয়ন্তি=২৫বছর
সুবর্ণ জুবলি জয়ন্তি=৫০বছর
হীরক জয়ন্তি=৬০বছর
প্লাটিনাম জয়ন্তি=৭৫বছর
শতাব্দী =১০০বছর
সার্ধশত বার্ষিক =১৫০
AshaPurna Debi.
1st part- Prothom Proticruti.
2nd part- Subornolota.
3rd part- Bokul kotha.
1.আধুনিক যুগে পুরুষ পরীক্ষ লেখেন হরপ্রসাদ রায়
2.মধ্যযুগে পুরুষ পরীক্ষা লিখেন বিদ্যাপতি ।
3.উত্তম পুরুষ লেখেন রশিদ করিম
4.কাল পুরুষ সমরেশ মুজুমদার
পরীক্ষায় এরকম বৈশিষ্ট্যের কিছু প্রশ্ন আসে ,তাই এগুলো মনে রাখুন
বিশ্বে বিরোধপূর্ণ কিছু সীমান্ত স্থান:
সিয়াচেন হিমবাহ — ভারত ও পাকিস্তান
গোলান মালভূমি — সিরিয়া ও ইসরাইল
শাত-ইল-আরব — ইরাক ও ইরান
জেরুজালেম — ফিলিস্তিন ও ইসরাইল
মংড়ু — বাংলাদেশ ও মিয়ানমার
ইমফাল — ভারত ও মায়ানমার
লাদাখ — জম্মু কাশ্মীর ও চীন
নাগার্নো কারাবাখ — আজারবাইজান ও আর্মেনিয়া
পানমুনজম — উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
#বিশ্বে বিরোধপূর্ণ কিছু দ্বীপ:
নিউমুর / পূর্বাশা অন্তরীপ — বাংলাদেশ ও ভারত
হানিস দীপপুঞ্জ — ইয়েমেন ও ইরিত্রিয়া
স্প্রাটলি দ্বীপপুঞ্জ — ভিয়েতনাম ও চীন
প্যারোলাস দ্বীপ — চীন ও তাইওয়ান
শাখালিন দ্বীপপুঞ্জ — জাপান ও রাশিয়া
ফকল্যান্ড দ্বীপ — ব্রিটেন ও আর্জেন্টিনা
কুরিল দ্বীপপুঞ্জ — রাশিয়া ও জাপান
পেরেজিল/লায়লা দ্বীপ —স্পেন ও মরক্কো
আবু মুসা দ্বীপ — সংযুক্ত আরব আমিরাত ও ইরান ।
আরো পড়ুন:
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
বাংলার ইতিহাস: পাকিস্তান আমল
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস
0 responses on "রবী ঠাকুরের কাব্যগ্রন্থ মনে রাখার কৌশল"