যৌথমূলধনী-কোম্পানির-আর্থিক-বিবরণী – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 129
1281. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীর নোট বা
টীকা উপস্থাপন করতে হয়?
- চলমান প্রতিষ্ঠান নীতি
- ঐতিহাসিক ব্যয় নীতি
- পূর্ণ প্রকাশ নীতি
- মিলকরণ নীতি
1282. বিশদ আর্ন বিবরণীতে আয়-ব্যয়কে ভাগ করা হয় –
- সেবা প্রদানের আয়
- বিক্রিত পণ্যের ব্যয় ও পরিচালন ব্যয়
- অপরিচালন আর্ন ও ব্যয়
A,B,C
1283. সুবর্ণা লি. – এর কর পূর্ব মুনাফা ৮০,০০০ টাকা। করের হার ৪০% হলে, নিট লাভ/কর-পরবর্তী মুনাফা কত?
- ৮০০০০ টাকা
- ৫২০০০ টাকা
- ৪৮০০০ টাকা
- ৪০০০০ টাকা
1284. চলতি বছরে যে পরিমাণ পণ্য বিক্রয় করা হয়, তার প্রত্যক্ষ পরিচালন ব্যয়কে কোন ব্যয় বলা হয়?
- বিক্রয় ব্যয়
- পরিচালন ব্যয়
- অপরিচালন ব্যয়
- বিক্রিত পণ্যের ব্যয়
1285. কোম্পানি আইনের কোন কোন ধারায় কোম্পানির হিসাবরক্ষণ ও আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বিধি বিধান বর্ণনা করা হয়েছে?
- ১০১ থেকে ১০৫ ধারা
- ১৫১ থেকে ১৫৫ ধারা
- ১৮১ থেকে ১৮৫ ধারা
- ১৯১ থেকে ১৯৫ ধারা
1286. আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদি ঋণ হিসাবে দেখানো হয় –
- প্রভিডেন্ট ফান্ড
- জামানতহীন ঋণ
- অধীনস্থ কোম্পানি হতে ঋণ
B,C
1287. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে প্রদর্শন করা হয় –
- বন্ড
- শেয়ার অধিহার
- জমাকৃত মুনাফা
- দেয় লভ্যাংশ
1288. কোম্পানির ক্ষেত্রে কত সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণী তৈরি করা হয়?
- ১৯৯৪ সাল
- ১৯৩২ সাল
- ১৯৮৮ সাল
- ১৯৯৮ সাল
1289. কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলে অর্থ হস্তান্তর ব্যবসায়ের জন্য একটি –
- আয়
- খরচ
- দায়
- সম্পদ
1290. যেসব খরচ ব্যবসায়িক কারণে সংঘটিত হয় না, তাকে কোন ব্যয় বলা হয়?
- পরিচালন ব্যয়
- অপরিচালন ব্যয়
- বিক্রয় ব্যয়
- বিক্রিত পণ্যের ব্যয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।