মোবাইল চুরি? আসেপাশে জিজ্ঞেস করেই দেখুন। বেশিরভাগ মোবাইল ব্যাবহারকারীর জীবনে এই ঘটনা একবার না একবার ঘটেছেই!
আজ পর্যন্ত আমি আমার ৫ টা মোবাইল হারিয়ে ফেলেছি! হারিয়ে ফেলেছি না বলে, মোবাইল চুরি হয়ে গেছে বলাই ভাল।
তখন যদি আমি জানতাম কিভাবে ফেরত পাওয়া যায় চুরি হওয়া মোবাইল, হয়তো আমার মোবাইল গুলি আজ আমার কাছেই থাকত!
“চোর পালালে বুদ্ধি বাড়ে!” লোকে যেটি বলে ঠিক ই বলে! যাইহোক, চলে আসি আসল বিষয়ে…
এমন পরিস্থিতিতে মোবাইল হারালে সেটি ফিরে পাওয়ার জন্য রয়েছে একটি অ্যাপস্। এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে জেনে নিন। রাস্তায় বেরুলেই এমন সমস্যা হতে পারে। আর আপনার প্রিয় মোবাইল চুরি হয়ে গেলে আপনি কি করবেন। আমরা আগেও দেখেছি অনেক ধরনের অ্যাপস্ রয়েছে। তবে এবারের অ্যাপসটি একটু ভিন্ন প্রকৃতির। অনলাইনে এই ধরনের একটি অ্যাপস পাওয়া গেছে। তবে এটি কতখানি কার্যকরি তা আমরাও জানিনা। আজ আপনাদের শেখাব কিভাবে আপনার মোবাইল চুরি ঠেকাবেন বা চুরি যাওয়া মোবাইল ফিরে পাবেন। এবার আসুন এটি দেখে নেওয়া যাক।

প্রথমে অ্যাপসটি ডাউন লোড করতে নীচের লিংকে ক্লিক কর:

Download

এখন ইনস্টল কর এই অ্যাপসটি ইনস্টল করলে নীচের ছবির মতো দেখা যাবে।stolen-mobile-01এখন আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok বাটন চাপুন। তবে দুটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।stolen-mobile-02    এখন আপনার দেওয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok বাটন চাপুন।

stolen-mobile-03এবার নিচের ছবিটি লক্ষ্য কর এবং Deactive এ ক্লিক করstolen-mobilejpg-05  প্রথম বক্সটিতে আপনার ফোন নাম্বার টাইপ কর ও দ্বিতীয় বক্সটিতে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ কর তারপর Save বাটন চাপুন।stolen-mobile-07 copy  এখন পূনরায় Deactive এ ক্লিক কর এবং Ok বাটন চাপুন। (ডুয়েল সিম মোবাইলের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেটি উপরের ছবি দেখে বুঝতে পারছেন) এরপর দেখবেন Deactive এর জায়গায় Active লেখা এসেছে।  stolen-mobile-06
এখন কেও যদি আপনার ফোন চুরি করে নিয়ে আপনার ফোন সেটে তার সীমটা লাগিয়ে ফোন করে তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে তার নাম্বার হতে একটি এস এম এস আসবে। এভাবেই আপনি সহজেই পেয়ে গেলেন সেই চোরের নাম্বার। এখন ইচ্ছে করলে পুলিশের মাধ্যমে আপনি তার গতিবিধি বের করে তাকে ধরেও ফেলতে পারেন। এভাবে চোর ধরা যেতে পারে।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline