মূল্যবোধ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পৌরনীতি-1-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 911
9101. নৈতিকতা বিকাশের লালনক্ষেত্র হলো-
- সমাজ
- পরিবার
- দেশ
- বিদ্যালয়
9102. ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থাকে না কোন সমাজে?
- দাস সমাজে
- সামন্ত সমাজে
- ধনতান্ত্রিক সমাজে
- সমাজতান্ত্রিক সমাজে
9103. আইনের দ্বারা সাধারণভাবে কী বোঝায়?
- স্থির
- সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য
- নিয়ম
- নৈতিকতা
9104. স্বাধীনতার মতো আর কোনো শব্দ এত বিচিত্র অর্থে ব্যবহৃত হয় নি এবং মানুষের মনে বিচিত্র সব প্রতিক্রিয়ার সৃষ্টি করে নি।-উক্তিটি কার?
- দার্শনিক এরিস্টটল
- দার্শনিক মন্টেগু
- অধ্যাপক গার্নার
- এফ আই গ্লাউড
9105. আইন স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে তাই মতের সমর্থন কে করেন না?
- গডউইন
- ডাইসি
- স্পেস্নার
- হেগেল
9106. আইনের শাসন গণতন্ত্রের সাফল্যের অন্যতম পূর্বশর্ত। আইনের শাসনের অর্থ হলো আইনের চোখে সকলেই সমান। সকলেই আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। কাউকেই বিনাবিচারে গ্রেপ্তার বা আটক রাখা যাবে না্ অর্থ্যাৎ এর অর্থ আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠাতা।আইনের অনুশাসন বলতে যে প্রধান দুটো ধারণাকে বোঝায়, তা হলো-
- ব্যক্তিস্বাধীনতা ও ন্যায়বিচার
- আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সাম্য
- আইনের প্রাধান্য ও গণতান্ত্রিক মূল্যবোধ
B,C
9107. আ্ইনের অনুশাসন থাকলে-
- সরকারি ক্ষমতার অপব্যবহার করতে পারে না
- বিনা বিচারে কাউকে আটক বা শাস্তি প্রদান করা যায় না
- র্যাব বা পুলিশ ক্রসফায়ারে মানুষ হত্যা করে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা
A,B
9108. ব্যক্তি তার জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে মানবকল্যাণে আগ্রহী হয়ে ওঠে কখন?
- সুশাসন প্রতিষ্ঠিত হলে
- স্বশাসন প্রতিষ্ঠিত হলে
- স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে
- ব্যক্তিশাসিত প্রতিষ্ঠিত হলে
9109. উদ্দীপক অনুসারে উভয়ের বেতন বৈষম্য দূরীকরণে জামিলার ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন সূচিত হবে-
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- আইনগত
- সামাজিক
9110. আইন মানুষের কোন দিকটি নিয়ন্ত্রণ করে?
- মনোজগৎ
- বাহ্যিক আচরণ
- প্রতিভা
- নৈতিকতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মূল্যবোধ - এইচএসসি-পৌরনীতি-1-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 911"