একনজরে মহাকাশ পর্যটক

এই অধ্যায়ে মহাকাশ, মহাশূন্য অভিযান, সৌরজগত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

নাম মহাকাশ ভ্রমন নভোযান
১. ডেনিস টিটো (যুক্তরাষ্ট্র) ২৮ এপ্রিল – ৬ মে ২০০১ সয়ুজ টিএম-৩২
২. মার্ক শাটলওয়ার্থ (দ.আফ্রিকা) ২৫ এপ্রিল – ৫ মে ২০০২ সয়ুজ টিএম-৩৪
৩. গ্রেগরি ওলসেন (যুক্তরাষ্ট্র) ১-১১ অক্টোবর ২০০৫ সয়ুজ টিএম-৩৪
৪. আনুশেহ আনসারি (ইরান) ১৮-২৮ সেপ্টেম্বর ২০০৬ সয়ুজ টিএম-৭
৫. চার্লস সিমেনি (হ্যাঙ্গেরি) ৭-২১ এপ্রিল ২০০৭ সয়ুজ টিএম-৯
৬. রিজার্ভ আলেন গ্যারিয়ট (যুক্তরাষ্ট্র) ১২-১৮ অক্টোবর ২০০৮ সয়ুজ টিএম-১০
৭. গাই লালিবার্ট (কানাডা) ৩০ সেপ্টে.- ১১ অক্টোবর ২০০৯ সয়ুজ টিএম-১৩
সয়ুজ টিএম-১৬

চার্লস সিমোনি ২৬ মার্চ-৮ মহাশূন্যযান এপ্রিল ২০০৯ দ্বিতীয়বারের মতো মহাকাশ ভ্রমণে যান।

 

মহাশূন্যযান উৎক্ষেপণ ও গবেষনাকেন্দ্র

* কেপ কেনেডি: ফ্লোরিডায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্যযান উৎক্ষেপণকেন্দ্র। এর পূর্ব নাম কেপ ক্যানাভেরাল।

* বাইকনুর: কাজাখিস্তানের উষ্ণ ধূলিপূর্ণ স্তুপ ভূমিতে স্থাপিত মহাশূণ্যযান উৎক্ষেপণকেন্দ্র। এক কসমোড্রোম বলা হয়।

* তাগেনাসিনুয়া: জাপানের কিউসু দ্বীপে অবস্থিত মহাশূন্য গবেষণা কেন্দ্র।

* খুম্বা: কেরালার ত্রিবান্দ্রামে অবস্থিত ভারতের রকেট উৎক্ষেপণকেন্দ্র।

নিজস্ব প্রযুক্তিতে উপগ্রহ উৎক্ষেপনকারী দেশ

দেশ উপগ্রহ সময়কাল
সোভিয়েত Sputnik-1 ৪ অক্টোবর ১৯৫৭
ইউনিয়ন (রাশিয়া) Explorer-1 ৩১ জানুয়ারি ১৯৫৮
যুক্তরাষ্ট্র Asterix ২৬ নভেম্বর ১৯৬৫
ফ্রান্স Osumi ১১ ফেব্রুয়ারি ১৯৭০
জাপান Dong Fang ২৪ এপ্রিল ১৯৭০
চীন Hong-1 ২৮ অক্টোবর ১৯৭১
যুক্তরাজ্য Prospero X-3 ১৮ জুলাই ১৯৮০
ভারত Rohini-1 ১৯ সেপ্টেম্বর ১৯৮৮
ইসরাইল Ofeq-1 ৩১ আগস্ট ১৯৯৫
ইউক্রেন Sich-1 ২ ফেব্রুয়ারি ২০০৯
১০ ইরান Omid

সৌরজগত সর্ম্পকে আরো বিস্তারিত পড়ুন এখান থেকে

সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি।
১৯৬৯ সালের ২০ জনু প্রথম মানুষ হিসেবে চন্দ্র পৃষ্ঠে পা রাখেন নীল আর্মস্ট্রং মহাশুন্য যান অ্যাপোলো-১১ তে করে ।
Milky way একটি নীহারিকামন্ডল।
অাকাশে উজ্জলতম নক্ষত্র লুব্ধক।
অালোর গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে পৌছাতে সময় লাগবে প্রায় ১.৫ সেকেন্ড।
আকাশে উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক
আমাদের ছায়াপথের নাম মিল্কওয়ে, আকাশগঙ্গা বা সুরগঙ্গা বা স্বর্গগঙ্গা
ইউরেনাস কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্শেল।
ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়? ১৭৮১ সালে।
ইউরেনাস গ্রহের ব্যাস কত? ৫২,০৯৬ কিমি. প্রায়।
১০ ইউরেনাস প্রধানত কোন গ্যাস দিয়ে তৈরি? মিথেন।
১১ ইউরেনাস সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে? ৮৪ বছর।
১২ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ
১৩ ইউরেনাসের উপগ্রহ কয়টি? ৫ টি।
১৪ উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতির।
১৫ উল্কা বৃষ্টি কোন ধূমকেতুর অংশবিশেষ কক্ষপথ হইতে বিচ্যুত কথা যেটি পৃথিবীর বাযুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণে জ্বলে ওঠে।
১৬ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
১৭ কোন গ্রহের হাজার হাজার বলয় রয়েছে? শনি গ্রহের।
১৮ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে? ২২ ডিসেম্বর।
১৯ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে? ২১ জুন।
২০ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে? ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২১ কোন ধুমকেতুর অংশ বিশেষ কক্ষপথ হতে বিচ্যুত বস্তু কণা যেটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে ঘর্ষণে জলে উঠে তা হলো উল্কা বৃষ্টি।
২২ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? ৭৬ বছর।
২৩ কত সালে নেপচুন আবিষ্কার করা হয়? ১৮৪৬ সালে।
২৪ কসমিক ইয়ার বলতে বোঝায় ছায়াপথের নিজ অক্ষে অাবর্তনকাল।
২৫ গ্যালাক্সির বাংলা নাম কী? ছায়াপথ।
২৬ গ্যালিলিও পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
২৭ গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে।
২৮ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত? ৩,৮৪,০০০ কি.মি.।
২৯ চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-১।
৩০ চাঁদে মানুষ প্রথম যায় এ্যাপোলো ১১ মহাশূন্যযানে।
৩১ চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন নীল অার্মস্ট্রং।
৩২ চাঁদের ব্যাস কত? ২,১৬০ মাইল।
৩৩ চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে যখন সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী থাকে ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে।
৩৪ ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে অাসতে যে সময় লাগে তাকে বলে কসমিক ইয়ার।
৩৫ জ্যোতিষ্ক ৭ধরনের নক্ষত্র, নীহারিকা,গ্রহ উপগ্রহ, ধূমকেতু,ছায়াপথ,উল্কা
৩৬ যে গ্রহের হাজার বলয় অাছে শনি।
৩৭ টলেমি ছিলেন জ্যোতির্বিদ।
৩৮ ডিমোস যে গ্রহের উপগ্রহ মঙ্গল।
৩৯ ধুমকেতু শুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙা টুকরাটি বৃহস্পতি গ্রহে অাঘ্ত হানে ১৬ জুলাই ১৯৯৪।
৪০ ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে।
৪১ নক্ষত্রমণ্ডলীকালপুরুষ বা আদমসুরত দেখতে তীর ধনুক হাতে শিকারীর মতো
৪২ নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? ১৬৫ বছরে।
৪৩ নেপচুনের উপগ্রহ কয়টি? ২ টি।
৪৪ পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত? ৪.২ কোটি কিমি.।
৪৫ পৃথিবী থেকে সূর্যের দুরত্ব ১৪৯৭৩০০০০ কিমি।
৪৬ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো ৯৩ মিলিয়ন মাইল বা ১৫ কোটি কিলোমিটার।
৪৭ পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে ১ জানুয়ারি।
৪৮ পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত? ৩,৮৪,০০০ কিমি.।
৪৯ পৃথিবীর ২য় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই
৫০ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী? চাঁদ।
৫১ পৃথিবীর কাছের ছায়াপথের নাম ম্যাজিলানিক ক্লাউডস।
৫২ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে? সাড়ে ২৯ দিন।
৫৩ পৃথিবীর জমজ গ্রহ শুক্র
৫৪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে? ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
৫৫ পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য়
৫৬ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ অালিবার্ড হল।
৫৭ পৃথিবীর ব্যাস কত? প্রায় ১২,৬৬৭ কি.মি.।
৫৮ প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া।
৫৯ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? ১৯৩১ সালে।
৬০ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? ২৮৪ বছরে।
৬১ প্লুটোর কয়টি উপগ্রহ আছে? ১ টি।
৬২ প্লুটোর ব্যাস কত? ৫৯১০ কি.মি.।
৬৩ বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা চারটি।
৬৪ বায়ুর তাপের প্রধান উৎস সূর্য।
৬৫ বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার।
৬৬ বিগব্যাঙ তত্ত্বের ব্যাখ্যাকারক স্টেফিন হকিংস
৬৭ বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে।
৬৮ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? ৮৮ দিনে।
৬৯ বুধের ব্যাস কত? ৪৮৫০ কিমি.।
৭০ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী? ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
৭১ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত? ৪৯টি।
৭২ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? ৪,৩৩৩ দিনে।
৭৩ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? ৫ ঘন্টা।
৭৪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে? ১৬টি।
৭৫ বৃহস্পতির সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? ৪,৩৩৩ দিন।
৭৬ ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে বলে ছায়াবৃত্ত।
৭৭ মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং।
৭৮ মঙ্গলের ২টি উপগ্রহ হল ফোবোস ও ডিমোস
৭৯ মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে ২০ জুলাই ১৯৬৯।
৮০ মহাকাশে রেডিও ওয়েভ বিকিরণের উত্স কোয়াসার
৮১ মহাজাগতিক রশ্মি অাবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেন বিজ্ঞানী হেস।
৮২ মহাজাগতিক রশ্মি আবিস্কার করে হেস নোবেল পান ১৯৩৬ সালে
৮৩ মহাশূন্য থেকে অাগত রশ্মি বা কণাকে বলে কসমিক রে।
৮৪ মহাশূন্যে পাড়ি দেয়া মানব সৃষ্ট উপগ্রহ স্পুটনিক-১
৮৫ লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল গ্রহকে।
৮৬ শুক্র কী নামে পরিচিত? শুকতারা বা সন্ধ্যা তারা।
৮৭ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? ২২৫ দিনে।
৮৮ শুক্রগ্রহের অন্য নাম শুকতারা, সন্ধ্যা তারা।
৮৯ শুক্রের ব্যাস কত? ১২,১০৪ কি.মি.।
৯০ শান্ত সাগর কোথায় অবস্থিত? চাঁদে।
৯১ শান্ত সমুদ্র অবস্থিত চন্দ্রে।
৯২ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধুমকেতু হেলবপ ধুমকেতু।
৯৩ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ ও শুক্রে।
৯৪ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? শনির। (২২টি)
৯৫ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? বুধ।
৯৬ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি যেটি পৃথিবী থেকে ১৩০০গুন বড়
৯৭ সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি।
৯৮ সপ্তর্ষিমণ্ডলদেখতে জ্যামিতিক রেখা দিয়ে এদের প্রশ্নবোধক(?) চিহ্নের মত
৯৯ সপ্তর্ষিমন্ডল অাকাশে দেখায় জিজ্ঞাসা চিহ্নের মতো।
১০০ সবচেয়ে বড় উপগ্রহ টাইটান।
১০১ সবচেয়ে বড় নক্ষত্র বেটেলগেম ( সূর্যের চেয়ে ৫০০গুন বড়)
১০২ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী? মিউ সাকাই।
১০৩ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী? ইটা ক্যারিনি।
১০৪ সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে।
১০৫ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? পিস্টল স্টার।
১০৬ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়? প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
১০৭ সূর্য চন্দ্র অপেক্ষা বড় ২ কোটি ৩০ লক্ষ গুণ।
১০৮ সূর্য থেকে অালো অাসা হঠাৎ বন্ধ হয় গেলে অামরা তা অনুভব করতে পারি ৮ মিনিট ১৯ সেকেন্ড পর।
১০৯ সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? ২৮৭ কোটি কিমি.।
১১০ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.২০মিনিট/৮.৩২মিনিট
১১১ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় ১৪ কোটি ৮৮ লাখ কিমি.
১১২ সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন
১১৩ সূর্য ব্যাতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই।
১১৪ সূর্য হতে পৃথিবীর দূরত্ব কত? ৪৫০ কোটি কিমি.।
১১৫ সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিস্কমন্ডলীকে বলা হয় হয় সৌরজগৎ।
১১৬ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের।
১১৭ সূর্যগ্রহণ হয় অম্যাবস্যা তিথিতে যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে ফলে চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে
১১৮ সূর্যের অায়তন পৃথিবী অপেক্ষা বড় ১.৩ মিলিয়ন গুণ।
১১৯ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়? দুবার।
১২০ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টরাই।
১২১ সূর্যের নিজ অক্ষের উপর একবার অাবর্তন করতে সময় লাগে ২৫ দিন।
১২২ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ? ২৮ গুণ।
১২৩ সূর্যের মধ্যে মৌলিক গ্যাস বেশি রয়েছে হাইড্রোজেন।
১২৪ সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? প্লুটো।
১২৫ সূর্যপৃষ্ঠে উত্তাপ ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।
১২৬ সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন নভোচারী ইউরি গ্যাগরিন।
১২৭ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে? ১৭৫৯ সালে।
১২৮ হেল বফ ধুমকেতু অাবিস্কৃত হয় ১৯৯৫ সালে।
১২৯ হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ২০৬২ সালে
১৩০ হ্যালির ধুমকেতু দেখা যায় ৭৬ বছর পর পর।
১৩১ হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা যায় ১৯৮৬ সালে।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline