এইচএসসি পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট – 1438
HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট | 14371. ফ্রেনেল শ্রেণির অপবর্তনে সৃষ্ট তরঙ্গমুখ কীরূপ?
- সমতল
- গোলীয়
- উপবৃত্তাকার
- কোণিক
14372. ট্রান্সমিটার থেকে কি ধরনের তরঙ্গ উৎপন্ন করা হয়?
- বেতার তরঙ্গ
- আলোক তরঙ্গ
- এক্স-রে
- দৃশ্যমান আলো
14373. যেকোনো চিড়ের শেষ প্রান্ত থেকে পরবর্তী চিড়ের শেষ প্রান্তের দূরত্বকে কি বলা হয়?
- নি:সরণ গ্রেটিং
- প্রতিফলন গ্রেটিং
- গ্রেটিং ধ্রুবক
- গ্রেটিং দূরত্ব
14374. অপবর্তন সৃষ্টির শর্ত হলো-
- ধার খুব তীক্ষ্ম হতে হবে
- ছিদ্র খুব বড় হতে হবে
- ছিদ্র খুব ছোট হতে হবে
- কোনটিই নয়
14375. কৌশল, তথ্য ও তত্বের সাহায্যে আলোচনা করা যায়-
- আলোকের প্রকৃতি
- আলোকের বিস্তার
- আলোকের বেগ
- ক ও খ
14376. চুর্ম্যালিন কেলাসের সর্বাপেক্ষা বড় কার্যটির নাম কি?
- চুর্ম্যালিন করন
- সরলাক্ষ
- ঝাঁঝরি
- শির্ষ করন
14377. ফ্রনহফার শ্রেণির অপবর্তনের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়?
- সমতল
- উত্তল
- অবতল
- দ্বি-অবতল
14378. ফ্রনহফার শ্রেণির অপবর্তনের ক্ষেত্রে তরঙ্গমুখ কীরূপ?
- বৃত্তাকার
- সিলিন্ডাকৃতির
- সমতল
- গোলীয়
14379. আলোর অপবর্তনের ফলে সৃষ্ট আলো আধারের পট্টি সংবলিত সজ্জাকে কী বলা হয়?
- ব্যতিচার সজ্জা
- অপবর্তন সজ্জা
- ব্যতিচার ঝালর
- অপবর্তন গ্রেটিং
14380. মাধ্যমের কোনো বিন্দুতে প্রাবল্য কেমন হলে বিন্দুটি অন্ধকার দেখা যাবে?
- সর্বাধিক
- সর্বনিম্ন (০ এর বেশি)
- শূন্য
- সবগুলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
আরো পড়ুনঃ
0 responses on "HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র মডেল টেস্ট - 1438"