ভৌত-আলোকবিজ্ঞান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1436
14353. নিচের কোনটি দ্বারা সুসঙ্গত উৎস তৈরি করা সম্ভব?
- সমতল দর্পণ
- প্রিজম
- লয়েড দর্পণ
- সরল পেরিস্কোপ
14354. কুফাশার মধ্যে ছবি তুলতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
- এক্স-রে
- গামা রশ্মি
- অবলোহিত রশ্মি
- অতি বেগুণি রশ্মি
14355. ফ্রেনেল শ্রেণির অপবর্তনে সৃষ্ট তরঙ্গমুখ কীরুপ?
- সমতল
- গোলীয়
- উপবৃত্তাকার
- কোণিক
14356. ইয়ং-এর দ্বি-চিড় পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গের তরঙ্গমুখ কেমন?
- সমতল
- গোলীয়
- কৌণিক
- কোনোটিই নয়
14357. কোনো মাধ্যমের মধ্যে দিয়ে একাধিক তরঙ্গ সঞ্চালিত হলে কী ঘটবে?
- কণার লব্ধি ত্বরণ
- কণার লব্ধি বেগ
- কণার লব্ধি সরণ
- কণার লব্ধি মন্দন
14358. কোন ধরনের আলোর ব্যবহার করলে দ্বি-চির পরীক্ষায় পর্যাক্রমে উজ্জ্বল ও অন্ধকার ডোরা পাওয়া যায়?
- সাদা
- কালো
- একবর্ণী
- দ্বি-বর্ণী
14359. আলো বায়ু হাতে কাঁচে 00 আপতন কোনে প্রবেশ করছে প্রতিরসরণ কোণ কত হবে?
- 0
- 300
- 450
- 600
14360. দৃশ্যমান আলো নির্গত হয়-
- সূর্য বাতি হতে
- ক্যাথোড রে টিউব হতে
- অত্যাধিক উত্তপ্ত বস্তু হতে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ভৌত-আলোকবিজ্ঞান - এইচএসসি-পদার্থবিজ্ঞান ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1436"