
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 6
51. কোনটি স্থানীয় বায়ু?
- টাইফুন
- হারিকেন
- সাইমুম
- টর্নেডো
52. জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
- অক্ষরেখা
- স্থানীয় উচ্চতা
- তুষার রেখা
- দ্রাঘিমা রেখা
53. শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
- বাতাস ঠাণ্ডা বলে
- বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
- শীতকালে ঘাম কম হয় বলে
- বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
54. স্বাভাবিক অবস্থায় এক জন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায়-
- ১৩ পাউণ্ড
- ১০ পাউণ্ড
- ১৪.৫ পাউণ্ড
- কোন চাপ নেই
55. কর্কটীয় ও মকরীয় উচ্চাচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়-
- অয়ন বায়ু
- প্রত্যয়ন বায়ু
- মৌসুমী বায়ু
- নিয়ত বায়ু
56. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ৭৬ সেঃ মিঃ
- ৭.৬ সেঃ মিঃ
- ৭৭ সেঃ মিঃ
- ৭২ সেঃ মিঃ
57. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়?
- বায়ুচাপ বেড়ে যায়
- বায়ুচাপ কমে যায়
- বায়ুচাপ স্থির থাকে
- বায়ুচাপ কখনো বাড়ে কখনো কমে
58. উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
- সরল রেখার উত্তর দিকে
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- সরল রেখার দক্ষিণ দিকে
- ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে
59. সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-
- রাতে
- সকালে
- দুপুরে
- বিকালে
60. কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে?
- বিষুবরেখা হতে এর দূরত্ব
- সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব
- সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা
- উপরের সবগুলোই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।