
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 5
41. কোন যন্ত্রের সাথে কম্পিউটার যুক্ত থাকে?
- সেলুলার ফোন
- টেলিগ্রাফি
- ই-মেইল
- ফ্যাক্স
42. কীসের স্রোতে নদীখাত গভীর হয় ?
- সমুদ্রস্রোত
- নদীস্রোত
- বানের স্রোত
- জোয়ার – ভাটার স্রোত
43. বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায় ?
- 1
- 2
- 3
- 4
44. গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি?
- ৪০° দক্ষিণ তেকে ৪৭° দক্ষিণ
- ৩০° দক্ষিণ থেকে ৩৫° দক্ষিণ
- ৪০° উত্তর থেকে ৪৭° উত্তর
- ৩০° উত্তর থেকে ৩৫° উত্তর
45. বায়ু প্রবাহিত হয়-
- উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে
- উত্তর থেকে দক্ষিণ দিকে
- নিম্নচাপের স্থান থেকে উচ্চ চাপের দিকে
- দক্ষিণ থেকে উত্তর দিকে
46. বায়ুর শক্তি/তাপের প্রধান উৎস কি?
- সৌরজগৎ নীহারিকা
- নীহারিকা
- সূর্য
- ধূমকেতু
47. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি?
- টাইফুন
- সিরোক্কো
- সাইমুম
- খামসিন
48. আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞান–
- মেটালার্জি
- অ্যাস্ট্রোলজি
- মেটিওরোলজি
- মিনার্যালজি
49. ভূ-পৃষ্ঠের উচ্চচাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত?
- বায়ুপ্রবাহ
- তুষারপাত
- বৃষ্টিপাত
- সবকয়টি
50. ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে বলে-
- অয়ন বায়ু
- প্রত্যয়ন বায়ু
- মৌসুমী বায়ু
- স্থানীয় বায়ু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।