- কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় – ১৬৯০ সালে
- বর্গী নামে পরিচিতি ছিল – মারাঠারা
- বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন – মীর কাসিম
- ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল – বক্সারে
- বক্সারের যুদ্ধ হয়েছিল – ১৭৬৪ সালে
- ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন বা ‘রেগুলেটিং এ্যাক্ট’পাশ হয় – ১৭৭৩ সালে
- উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন – ইংরেজ শাসক ওয়ারেন হেষ্টিংস
- পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন – ওয়ারেন হেস্টিংস
- আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন – লর্ড বেন্টিঙ্ক
- সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন – লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)
- উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজী শিক্ষার প্রবর্তন করেন – লর্ড বেন্টিঙ্ক
- বিধবা বিবাহ আইন প্রচলন করেন লর্ড ক্যানিং – (১৮৫৬ সালে)
- উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন – লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
- উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন – লর্ড ক্যানিং
- উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় – ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে
- সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন – মায়ানমারে
- মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত – মায়ানমারে
- আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন – আবদুল গনি, ১৮৭২ সালে
- কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন – ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন
- ঢাকা পৌরসভা স্থাপিত হয় – ১৮৬৪ সালে
- পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম ছিল – ভিক্টোরিয়া পার্ক
- উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিলেন – লর্ড মাউন্ট ব্যাটন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "ব্রিটিশ শাসনামল"