ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1087
10862. বর্তমান ইংরেজী শব্দ Bank কিসের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে?
- সাহিত্যিকদের মতবাদের মাধ্যমে
- যুগের বিবর্তন ও বিভিন্ন দেশের ভাষার গণ্ডি অতিক্রম করে
- জগণের ঐক্যমতের দ্বারা
- বিভিন্ন গ্রন্থে শ্বটি প্রচলনের কারণে
10863. ইতালীয় `Banca’ শব্দটি কোন জার্মান শব্দ থেকে এসেছে?
- Manca
- Bancas
- Banke
- Mone
10864. বিশ্বে সর্ব প্রথম ATM চালু করে কোন ব্যাংক?
- আমেরিকান এক্সপ্রেস
- ন্যাশনাল সিটি ব্যাংক অব নিউইয়র্ক
- বার্কলেজ ব্যাংক
- লয়েড ব্যাংক
10865. ব্যাংক কার্যক্রম ইতিহাস কোন ধরনের?
- আধুনিক
- প্রাচীন
- মধ্যযুগীয়
- শৈল্পিক
10866. মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
- বন্ড
- শেয়ার
- পে-অর্ডার
- স্টক
10867. মানুষের অর্থনৈতিক পরিধি দ্রুত বৃদ্ধি পায় কখন থেকে?
- প্রাচীনকালে
- শিল্প বিপ্লবের পর
- মুদ্রা আবিষ্কারের পর
- আধুনিক যুগে
10868. কোনটি ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ?
- অর্থ স্থানান্তর
- তহবিল সংরক্ষণ
- বৈদেশিক মুদ্রোর লেনদেন
- আমানত সংগ্রহ ও ঋণদান
10869. প্রাচীনযুগে ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়কে ঘিরে কোনটি গড়ে ওঠে?
- ব্যাংক অবস্থা
- ব্যাংক কর্মকাণ্ড
- অর্থের কর্মকাণ্ড
- মুদ্রার প্রচলন
10870. ব্যাংক ব্যবসায়ের উৎপত্তিকালে স্বর্ণকার সম্প্রদায়ের নিকট সাধারণ মানুষ যে কারণে টাকা রাখত, তা হলো-
- তারা আর্থিকভাবে সচ্ছল ছিল
- তারা সৎ বলে সমাজে পরিচিত ছিল
- তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংক ছিল
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-ব্যবস্থার-প্রাথমিক-ধারণা - এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1087"