শামসুর রাহমান (১৯২৯-২০০৬)
শামসুর রাহমানের গ্রন্থের সংখ্যা শতাধিক। বিভিন্ন ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। ১৯৭৫ সালে কলকাতা থেকে কবীর চৌধুরীর অনুবাদে প্রকাশিত হয় ‘শামসুর রাহমান: সিলেকটেড পোয়েমস’।কবিতার বাইরেও বিভিন্ন সময়ে তাঁর রচিত শিশুসাহিত্য, অনুবাদ, গল্প, উপন্যাস,
সাংবাদিক ও সাহিত্যিক গদ্য নিয়ে বহু গ্রন্থ প্রকাশিত হয়েছে। বেশকিছু জনপ্রিয় গানের গীতিকারও তিনি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধ্বস্ত নীলিমা (১৯৬৭), নিরালোকে দিব্যরথ (১৯৬৮), নিজ
বাসভূমে (১৯৭০), বন্দি শিবির থেকে (১৯৭২), ফিরিয়ে নাও ঘাতক কাঁটা (১৯৭৪), আমি অনাহারী (১৯৭৬), শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭), বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭), প্রেমের কবিতা (১৯৮১), ইকারুসের আকাশ (১৯৮২), উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ (১৯৮২), বুক তার
বাংলাদেশের হৃদয় (১৯৮৮), হরিণের হাড় (১৯৯৩), তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন (১৯৯৬), হেমন্ত সন্ধ্যায় কিছুকাল (১৯৯৭)। এছাড়া বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা, শামসুর রাহমানের নির্বাচিত কবিতা ও শামসুর রাহমানের রাজনৈতিক কবিতা।
শিশুতোষ গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য: এলাটিং বেলাটিং (১৯৭৫), ধান ভানলে কুঁড়ো দেবো (১৯৭৭), স্মৃতির শহর (১৯৭৯), লাল ফুলকির ছড়া (১৯৯৫)। অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে: মার্কোমিলিয়ানস (১৯৬৭), রবার্ট ফ্রস্টের নির্বাচিত কবিতা (১৯৬৮), হৃদয়ে ঋতু, হ্যামলেট,
ডেনমার্কের যুবরাজ (১৯৯৫).সম্পাদিত গ্রন্থ হাসান হাফিজুর রহমানের অপ্রকাশিত কবিতা (বাংলা ১৩৯২), দুই বাংলার ভালবাসার কবিতা (যৌথভাবে) এবং দুই বাংলার বিরহের কবিতা (যৌথভাবে)। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে শামসুর রাহমানের গল্প, শামসুর রাহমানের প্রবন্ধ এবং
উপন্যাস অক্টোপাস ।
শামসুর রাহমান অসংখ্য পুরস্কার, পদক ও সম্মাননা লাভ করেছেন। অনেক প্রতিষ্ঠানই তাঁকে সম্মানিত করতে পেরে নিজেরা সম্মানিত বোধ করেছে। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে: আদমজী পুরস্কার (১৯৬৩), বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৯), একুশে পদক (১৯৭৭),
স্বাধীনতা পুরস্কার (১৯৯১), সাংবাদিকতায় জাপানের মিত্সুবিশি পদক (১৯৯২), ভারতের আনন্দ পুরস্কার (১৯৯৪)। এছাড়া ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডি.লিট. উপাধি প্রদান করেছে। শামসুর রাহমানকে প্রথম বড় মাপের সংবর্ধনা প্রদান করা হয় ১৯৭৯ সালের
২৪ অক্টোবর। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে শামসুর রাহমান সংবর্ধনা পরিষদ বাংলা একাডেমী প্রাঙ্গনে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করে। কবি ও সাংবাদিক হিসেবে সম্মানিত হয়ে তিনি ইন্দোনেশিয়া, তুরস্ক, সোভিয়েত ইউনিয়ন, বার্মা (মায়ানমার), জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতসহ
বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
সৈয়দ শামসুল হক (১৯৩৫-বর্তমান)
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জম্নগ্রহণ করেন। বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে তাকে সব্যসাচী লেখক বলা হয়।
লেখকের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লোবান (মুক্তিযুদ্ধভিত্তিক), নীলদংশন (মুক্তিযুদ্ধভিত্তিক), খেলারাম খেলে যা, সীমানা ছাড়িয়ে।সৈয়দ শামসুল হকের উল্লেখযোগ্য নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক), নুরুলদিনের সারাজীবন
আল মাহমুদ (১৯৩৬-বর্তমান
প্রকাশিত গ্রন্থঃলোক লোকান্তর,কালের কলস,সোনালী কাবিন,মায়াবী পর্দা দুলে ওঠো ,আরব্য রজনীর রাজহাঁস,বখতিয়ারের ঘোড়া,Al Mahmud In English,দিনযাপন,দ্বিতীয় ভাংগন,একটি পাখি লেজ ঝোলা,আল মাহমুদরে গল্প,গল্পসমগ্র,প্রেমের গল্প,যেভাবে গড়ে উঠি,কিশোর
সমগ্র,কবির আত্নবিশ্বাস,কবিতাসমগ্র,কবিতাসমগ্র-২,পানকৌড়ির রক্ত,সৌরভের কাছে পরাজিত,গন্ধ বণিক,ময়ূরীর মুখ,না কোন শূণ্যতা মানি না,নদীর ভেতরের নদী,পাখির কাছে , ফুলের কাছে,প্রেম ও ভালোবাসার কবিতা,প্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা,প্রেমের কবিতা
সমগ্র,উপমহাদেশ,বিচূর্ণ আয়নায় কবির মুখ,উপন্যাস সমগ্র-১,উপন্যাস সমগ্র-২,উপন্যাস সমগ্র-৩,ত্রিশেরা,উড়াল কাব্য
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭)
উপন্যাসঃচিলেকোঠার সেপাই,খোয়াবনামা (১৯৯৬)
ছোট গল্প সংকলন
অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)খোঁয়ারি (১৯৮২)দুধভাতে উৎপাত (১৯৮৫)দোজখের ওম (১৯৮৯)জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭)
প্রবন্ধ সংকলন
সংস্কৃতির ভাঙ্গা সেতু
ছোট গল্প তালিকা
প্রেমের গপ্পো,রেইনকোট,জাল স্বপ্ন, স্বপ্নের জাল,ফোঁড়া,কান্না,নিরুদ্দেশ যাত্রা,যুগলবন্দি,ফেরারী,অপঘাত,পায়ের নিচে জল,দুধভাতে উৎপাত,সন্তু,ঈদ,মিলির হাতে স্টেনগান
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।