ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 197
1961. ঘরে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিটিকে কী বলে?
- ই-মার্কেটিং
- ই-ব্যাংকিং
- ই-কমার্স
- ই-রিটেইলিং
1962. ঢাকায় বসবাসরত মি. কবির অনলাইনে ajkerdeal.com থেকে ২০,০০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করেন। এক্ষেত্রে ই-কমার্সের কোন পদ্ধতির প্রতিফলন হয়েছে?
- B2B
- B2C
- C2B
- C2G
1963. ব্যবসায়িক কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার জন্য কোন পদ্ধতিটি গ্রহণ করা প্রয়োজন?
- কুরিয়ার সার্ভিস
- অনলাইন পদ্ধতি
- সাংকেতিক পদ্ধতি
- টেলিফোন পদ্ধতি
1964. বর্তমানে ব্যবসায়িক যোগাযোগে নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
- ডাক যোগাযোগ
- ই-মেইল
- ই-ব্যাংকিং
- ই-বিজনেস
1965. পণ্যের বাজার স্থিতিশীল রেখে ব্যবসায়িরা কাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে?
- সরকার
- স্ব-গোত্রীয় ব্যবসায়ী
- ক্রেতা
- বিনিয়োগকারী
1966. ই-মেইল মার্কেটিং এর সুবিধা হলো –
- খরচ কম
- দ্রুততম
- সকলের জন্য
B,C
1967. পশ্চিমা দেশগুলো ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে কেনাকাটার সবচেয়ে জনপ্রিয় ও সহজ ব্যবস্থা কোনটি?
- ই-কমার্স
- ই-বিজনেস
- ই-মার্কেটিং
- ই-রিটেইলিং
1968. ই-ব্যাংকিং – এর অন্যতম সুবিধা কী?
- শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা
- ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থা
- SMS ব্যাংকিং ব্যবস্থা
- টেলিফোন ব্যাংকিং ব্যবস্থা
1969. কোন ধরনের ব্যাংক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করেছে?
- কেন্দ্রীয় ব্যাংক
- বাণিজ্যিক ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- বিদেশি মালিকানাধীন ব্যাংক
1970. ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠানে কি রোধ করে?
- সময়
- অপচয়
- ব্যয়
- আয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ে-তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-ব্যবহার - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 197"