ব্যবসায়-পরিবেশ – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 212
2111. সামাজিক পরিবেশের উপাদান হলো –
- ভোক্তাদের মনোভাব
- ব্যাংকিং
- ঐতিহ্য
A,C
2112. উৎপাদিত দ্রব্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বন্টনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা অধিক?
- প্রাকৃতিক
- অর্থনৈতিক
- রাজনৈতিক
- সামাজিক
2113. উদ্যোগ কার্যক্রমের ওপর প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক উপাদান কোনটি?
- রাজস্ব আইন
- সার্বভৌমত্ব
- সরকারি নীতিমালা
- মুক্ত বাজার অর্থনীতি
2114. জনশক্তি উৎপাদনের অপরিহার্য উপাদান। বাংলাদেশের পেক্ষাপটে নিচে তিনটি মন্তব্য করা হলো-
- মাত্রাতিরিক্ত জনসংখ্যার দেশ
- মানুষ একটি সম্পদ
- বোঝা ও অভিশাপস্বরূপ
A,C
2115. ব্যবসায় একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যবসায়ের ফলাফলকে অনেকাংশে প্রভাবিত করে –
- আয়ের মাত্রা
- মুদ্রানীতি
- আইন কানুন
A,C
2116. ব্যবসায়ের ওপর ধর্মীয় পরিবেশের প্রভাবগুলো হলো-
- পণ্যের বা সেবার ধরন
- ব্যবসায়ের সম্পত্তি
- সহায়ক সেবার ধরন
A,B
2117. কিসে আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করে?
- সামাজিক পরিবেশে
- রাজনৈতিক পরিবেশে
- অর্থনৈতিক পরিবেশে
- ক্রয়-বিক্রয়ে
2118. বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত সঞ্চিতি থাকলেও এগুলোর পরিপূর্ণ ব্যবহার আদৌ নিশ্চিত করা সম্ভব হয় নি কেন?
- আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায়
- প্রতিষ্ঠানগুলোতে দুর্বল ব্যবস্থাপনা থাকায়
- উত্তোলনের জন্য বিদেশের ওপর নির্ভরশীলতা হওয়ায়
- শিক্ষামূলক প্রতিষ্ঠানসমূহ অনুন্নত হওয়ায়
2119. প্রাকৃতিক গ্যাস প্রভাব ফেলেছে-
- কারখানার ওপর
- বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওপর
- সিমেন্ট কারখানার ওপর
A,B,C
2120. উদ্যোক্তাদেরকে ব্যবসায় স্তাপনের পূর্বে কোন বিষয় সম্পর্কেধারণা থাকতে হয়?
- পরিবেশ
- প্রযু্ক্তি
- অর্থনীতি
- রাজনীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়-পরিবেশ - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 212"