বিসিএস + ব্যাংক প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ,পার্ট -২

ইশিখন.কম ব্লগ

“বিসিএস +ব্যাংক

বাংলা সাহিত্য

☆…নাথ সাহিত্য…☆
→ মধ্যযুগের একটি উল্লেখযোগ্য সাহিত্যধারা – নাথ সাহিত্য ।
→ নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক কাহিনী অবলম্বনে রচিত – নাথ সাহিত্য ।
→ নাথ সাহিত্যধারা প্রধানত দুইপ্রকার –
* নাথ সাহিত্য
* নাথ গীতিকা
→ নাথ সাহিত্যের বিকাশ ঘটে – আদিনাথ, মীননাথ, হাড়িপা, কানুপা এই চার জন সিদ্ধাচার্যের অলৌকিক কাহিনী অবলম্বনে ।
→ নাথ সাহিত্যের প্রধান কবি – শেখ ফয়জুল্লাহ । তার কাব্য ‘ গোরক্ষ বিজয়’।
☆…মর্সিয়া সাহিত্য…☆
→ মর্সিয়া আরবী শব্দ অর্থ শোক প্রকাশ করা, মাতম করা ।
→ মর্সিয়া সাহিত্য – কারবালার বিয়োগান্ত ঘটনা নিয়ে রচিত ।
→ এ ধারা – আরবী থেকে ফারসি এবং ফারসি থেকে বাংলা সাহিত্যে ( সুলতানী আমলে ) প্রচলিত হয় ।
→ মর্সিয়া সাহিত্য ধরার-
– আদি কবি শেখ ফয়জুল্লাহ । তার কাব্য ‘জয়নবের চৌতিশা’।
– প্রধান কবি ফকীর গরীবুল্লাহ।
– হিন্দু কবি রাধারমণ গোপ।
→ এ ধারার উল্লেখযোগ্য গ্রন্থ – জঙ্গনামা, আমীর হামজা, নবীবংশ, ইমামগণের কেচ্ছা, আফৎনামা, সংগ্রাম হোসেন।
→ আধুনিক যুগে এ ধারার কবি – মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ ।
[ উল্লেখ্য যে, আরবী মাগাজী কাব্যধারা থেকে উর্দু জঙ্গনামা কাব্যের উৎপত্তি, উর্দু থেকেই বাংলা জঙ্গনামা কাব্যের উৎপত্তি ]
সূত্র : শীকর বাংলা সাহিত্য।”

আরো পড়ু্ন:

বাংলা ভাষা ও সাহিত্য – বাগধারা

বাংলা ভাষা ও সাহিত্য – বাংলা সাহিত্যের যুগ

বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য পারিভাষিক শব্দ

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline