বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান প্রাণিবিদ্যা

আদি প্রাণী –এ্যামিবা ।

মানুষের হাড়ের সংখ্যা – ২০৬ টি ।
মানুষের ক্রোমোজোম সংখ্যা – ২৩ জোড়া বা ৪৬ টি ।
মানবদেহে মোট কশেরুকা – ৩৩ টি ।
মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা – ৪ টি ।
ভিটামিন এ এর অভাবে – রাতকানা রোগ হয় ।
রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন – উইলিয়াম হার্ভে ।
রক্তের গ্রুপ আবিস্কার করেন – ল্যান্ড স্টীনার ।
রক্তের সার্বজনীন গ্রহীতা – ‘AB’ গ্রুপ ।
রক্তের সার্বজনীন দাতা – ‘O’ গ্রুপ ।
রক্তে হিমোগ্লোবিন কমে গেলে – রক্ত শুন্যতা সৃষ্টি হয় ।
ডায়াবেটিস রোগ হয় – ইনসুলিনের অভাবে ।
হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে বলে – এনজিওপ্লাস্ট ।
মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে – কার্বন-ডাই-অক্সাইড ।
ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায় – গ্লুকোজ ।
ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম – ডলি ।
পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় – রেনিন ।
ঝিনুকের প্রদাহের ফল – মুক্তা ।
মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে – স্ট্রোক ।
নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় – ধমণীর মধ্য দিয়ে ।
সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য পাওয়া যায় – দুধে।
ব্যকটেরিয় কর্তৃক সৃষ্ট রোগ – কলেরা, টায়ফয়েড, যক্ষা ।
এইডস একটি – ভাইরাস ঘটিত রোগ
বাংলাদেশের একজন পূর্ন বয়স্ক ব্যক্তির প্রতিদিনের শক্তি প্রয়োজন – ২৫০০ ক্যালোরি ।
শব্দ দুষনের ফলে সৃষ্টি হয় – উচ্চ রক্তচাপ ।
ব্যাকটেরিয়া কোষ বিভাজন ঘটায় – মাইটোসিস প্রক্রিয়ায় ।
মানুষের মস্তিস্কের ওজন – ১.৫০ কেজি ।
মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন – ৪-৫ লিটার ।
হৃদপিন্ডের সংকোচন ও প্রসারণকে যথাক্রমে বলে – সিস্টোল ও ডায়াস্টোল ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline