৫.সরীসৃপ (Reptilia)
সাধারণ বৈশিষ্ট্য
(ক) এরা বুকে ভর করে চলে।
(খ) ত্বক শুষ্ক ও আঁইশয্ক্তু।
(গ) চারপায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে।
উদাহরণ : টিকটিকি, কুমির, সাপ।
৬.পক্ষীকূল (Aves)
সাধারণ বৈশিষ্ট্য
(ক) পাখির দেহ পালকে আবৃত।
(খ) এদের সামনের দু’পা ডানায় ও চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে।
(গ) ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় এরা সহজে উড়তে পারে।
(ঘ) এরা উষ্ণ রক্তের প্রাণী।
(ঙ) পাখির হাড় শক্ত, হালকা ও ফাঁপা।
উদাহরণ : কাক, দোয়েল, হাঁস।
৭.স্তন্যপায়ী (Mammalia)
সাধারণ বৈশিষ্ট্য
(ক) এদের দেহ লোমে আবৃত থাকে।
(খ) ব্যতিক্রমি স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে।
(গ) উষ্ণ রক্তের প্রাণী।
(ঘ) চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
(ঙ) শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়।
(চ) হৃৎপিন্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট।
উদাহরণ : মানুষ, উট, বাঘ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।