১.সাইক্লোস্টোমাটা (Cyclostomata)
(ক) লম্বাটে দেহ।
(খ) মুখছিদ্র চোয়ালবিহীন ও চোষকযুক্ত।
(গ) এদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত।
উদাহরণ : পেট্রোমাইজন।
২.কনড্রিকথিস (Chondrickthyes)
সাধারণ বৈশিষ্ট্য
(ক) এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে।
(খ) কঙ্কাল তরুণাস্থিময়।
(গ) এদের দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত, মাথারদুই পাশে ৫-৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে।
(ঘ) এদের কানকো থাকে না।
উদাহরণ : হাঙ্গর, করাত মাছ।
৩.অস্টিকথিস (Ostichthyes)
সাধারণ বৈশিষ্ট্য
(ক) এদের অধিকাংশই স্বাদু পানির মাছ।
(খ) দেহ সাইক্লয়েড ও টিনয়েড উভয় ধরনের আঁইশ দ্বারা আবৃত।
(গ) মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো
কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্যচালায়।
৪.উভচর (Amphibia)
মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যেশ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তারাই উভচর।
সাধারণ বৈশিষ্ট্য
(ক) এদের দেহত্বক আঁইশবিহীন।
(খ) ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
(গ) এরা শীতল রক্তের প্রাণী।
(ঘ) এরা পানিতে ডিম পাড়ে। এদের জীবনচক্র সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
উদাহরণ : সোনাব্যাঙ, কুনোব্যাঙ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।