বিসিএস – প্রিলিমিনারি – সাধারণ বিজ্ঞান – ধাতব রসায়ন

পানি অপেক্ষাসোনা ১৯ গুন ভারি।

ইস্পাত সাধারনত লোহা থেকে ভিন্ন কারণ ইস্পাতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে।

আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহার পরমাণ ধীরে ধীরে অ·িজেনের সাথে বিক্রিয়া করে আরণ অক্সাইড উৎপন্ন করে এবং লোহায় মরিচা পড়ে।

আর্দ্র বায়ুর সংস্পর্শে লোহার পরমাণু ধীওে ধীরে অ·িজেনের সাথে বিক্রিয়া করে আয়রণ অ·ক্সাইড উৎপন্ন কর এবং লোহায় মরিচা পড়ে।

লোহা বা ইস্পাতের তৈরী জিনিস কে মরিচারোধী করার জন্য লোহা বা ইস্পাতের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। একে গ্যালভানাইজিং বলে।

সোডিয়াম বাই- কার্বনেট,অ্যালুমিিিনয়াম সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটর মিশ্রণকে বেকিং পাউডার বলে।

লোহা বা ইস্পাতের তৈরী সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে।

মরিচা প্রতিরোধ বা সামগ্রীক উজ্জ্বলতা, চাকচিক্য, সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে ইকট্রোপ্লোটিং করা হয়।

গ্রাফাইট একমাত্র অধাতু যেটি তাপ ও বিদ্যুৎ পরিবাহী।

গ্রাফাইটের সাথে বিভিন্ন অনুপাতে কাদা মিশিয়ে বিভিন্ন ধরণের পেন্সিলের সীস তৈরী করা হায়। পেন্সিলের সীস যত মোটা ও নরম তাতে গ্রাফাইটের পরিমান তত বেশী।

প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন বস্তু হলো হীরক।

হীরক সাধারত স্বচ্ছ ও বর্ণহীন। হীরকের মধ্যদিয়ে আলোবিভিন্নভাবে একে যায় বলে তাকে চকচকে দেখায় হীরকক বিশেষভাবে কেটে বহুতল বিশিষ্ট করা হয়। একে হীরকের উজ্জলতা বৃদ্ধি পায়।

গন্ধক বা সালফার খুবই সক্রিয়া অধাতু। এটি তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। জীবানুনাশক ঔষধ তৈরীতে, দিয়াশলাই, নানা প্রাকার রং এবং সার প্রভৃতিতে সালফার বা গন্ধক ব্যবাহৃত হয়।

রাবারের সাথে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করলে রাবার শক্ত, নমনীয় ও দীর্ঘস্থায়ী হয। একে ভলকানাইজেশন বলে।

রকেট এবং জেট বিমানে জ্বালানী হিসেবে তরল অক্সিজেন ব্যবহৃত হয়।

পানিতে অ·ক্সিজেন দ্রবীভুত অবস্থায় থাকে। মাছ এবং অন্যান্য জলচর প্রাণীরা ফুলকার সাহায্যে দ্রবীভুত অ·িজেন গ্রহন করে এবং শ্বাসকার্যচালায়।

অক্সিজেন ও নাইট্রোজেন হলো বায়ুর প্রধান দুটি উপাদান।

হাইড্রোজেন গ্যাস অত্যান্ত দাহ্য। বেলুনে ব্যবাহার করলে হাইড্রোজেন গ্যাসে বিস্ফারণ ঘটে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য বর্তমান বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হচ্ছে।

অত্যাধিক চাপ এবং অতি নিম্ন তাপমাত্রায় কার্বনডাই অ·ক্সাইড কে ঘনীভুত করলে কার্বন ডাই অ·ক্সাইড তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণথ হয়। দেখতে বরফের মত বলে কঠিন কার্বন ড্রাই অ·ক্সাইডকে ড্রাই আইস বা শুঙ্ক বরফ বলে।

কার্বন মনো অ·ক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে ওয়াটার গ্যাস বলে।

নাইট্রাস অ·ক্সাইডকে ল্যাফিং গ্যাস বলে।

পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হয়। এটি হজমে সহায়তা করে।

কোন দ্রবনের  বলতে বুঝায় কোন দ্রবনের হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্বক লগারিদমকে । কোন দ্রবেনের

এর মান ৭ হলে তা নিরপে এর মান ৭এর বেশী হলে তা ক্ষক্সারীর এবং ৭ এর কম হলে তা অম্লীয়।

সর্ব প্রথম অক্সিজেন আবিস্কার করেন প্রিস্টলি।

কোন ধাতুর আণবিক ওজন ১৮ এর কম হলে ঐ ধাতুটি পানিতে ভাসবে।

বিক্রিয়ার গতি মন্থর করার জন্য পারমানবিক চুল্লীতে গ্রাফাইট বা ভারী পানি ব্যবহৃত হয়।

পীট কয়লার প্রধান বৈশিষ্ট্য হলো এটি ভিজা ও নরম।

কাঁচ তৈরীর প্রধান উপাদান হলো বালি।

পঁচা ডিমের মত কটু গন্ধযুক্ত গ্যাস হলো হাইড্রোজেন সালফাইড।

আয়োডিনেরঅভাবে গলগন্ড রোগ হয়।

ঘরের চালে ব্যবহৃত জি. আই শিটের দস্তার প্রলেপ দেওয়া থাকায় তাতে মরিচা ধরে না।

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline