বিসিএস – প্রিলিমিনারি – সাধারণ বিজ্ঞান – ধাতব রসায়ন

খনিজের সাথে যে সব অপদ্রব্য থাকে, সেগুলিকে খনিজ মল বা গ্যাং বলে।

পারদের সাথে অন্য যে কোন ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুকে পারদ সংকর বা অ্যামাল গাম বলে।

মাটির রঙ লালচে হলে বুঝতে হবে তাতে আয়রনের পরিমাণ বেশী।

ম্যাগনেটাইট,জিরকন, মোহনাজইট প্রভুতির সমন্ময়ে তৈরী সোনার ন্যায় মুল্যবান খনিজকে ক্যালোসোনা বলে।

টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো মনো সোডিয়াম গ্লুটামেট।

সোডিয়াম ও ক্লোরিন হলো খাদ্য লবণের রাসয়নিক উপাদান।

লিথিয়াম হলো সবচেয়ে হালকা থাতু।

ওসমিয়াম হলো সবচেয়ে ঘন ধাতু।

সাধারণ তাপমাত্রায় তরল ধাতু হলো পারদ।

সাধারণ তাপামাত্রায় তরল অধাতু হলো ব্রোমিন।

সাপের বিষে জিঙ্ক থাকে।

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম।

দস্তা সবচেয়ে তাড়াতাড়ি ক্ষায়প্রাপ্ত হয়।

আয়নার পশ্চাতে পারদ ব্যবাহৃত হয়।

সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কপার বা তামা।

১৪ ক্যারেট স্বর্ণ কে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়।

পৃথিবী তৈরীর প্রাধান উপাদান হলো সিলিকন।

এন্টিমনি আঘাত করলে শব্দ হয় না।

ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিষ্কার পানির দ্রবণকে লাইম ওয়াটার বা চুনের পানি বলে

অগ্নিনিরোধক খনিজ পদার্থ হলো এসবেসটস।

সীসার গলনাঙ্ক সবচেয়ে কম।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline