বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান উদ্ভিদবিদ্যা

গলগন্ড রোগ হয়- আয়োডিনের অভাবে।

শিম জাতীয় উদ্ভিদ বাতাস থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে সংগ্রহ করে – নাইট্রোজেন ।

গাছের বয়স নির্ণয় করা হয় – কান্ডের বলয় দেখে ।

উন্নত জাতের গম – আকবর, বরকত, আনন্দ, সোনালিকা, সিংগাপুরী ।

উন্নত জাতের পেয়ারা –  কাজি, স্বরূপকাঠি, কাঞ্চননগর ।

উন্নত জাতের টমেটো – মানিক, রতন, বাহার ।

উন্নত জাতের কলা – অমৃত সাগর, মেহের সাগর, সবরী, বলাকা ।

উন্নত জাতের তরমুজ – পদ্মা ।

উন্নত জাতের পেপে – শাহিন ।

গ্রীন হাউস সৃষ্ঠিকারী গ্যাস – কার্বন-ডাই-অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রাস অক্সাইড ।

ভিটামিন ডি এর প্রধান উৎস – মাছের যকৃতের তেল ।

আয়োডিনের প্রধান উৎস – সামুদ্রিক মাছ, পেঁয়াজ, রসুন ।

জীব দেহের গঠন ও কাজের একক – কোষ ।

হ্যাপ্লয়েড কোষ বলা হয় – জনন কোষকে ।

অবস্থান ও কাজ অনুযায়ী জীব কোষকে প্রধানত ২ প্রকার – (১) দেহ কোষ ও (২) জনন কোষ ।

একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত – (১) কোষ প্রাচীর ও (২) প্রোটোপ্লাজম ।

প্লাস্টিড বা বর্ণাধার তিন প্রকার – (১) ক্লোরোপ্লাস্ট, (২) ক্রোমোপ্লাস্ট ও (৩) লিউকোপ্লাস্ট ।

কন্যা সন্তান জন্ম হওয়ার পেছনে জেনেটিক্যাল ভূমিকা নেই – মায়ের ।

ভাইরাস অর্থ – বিষ ।

জীবের চরিত্র নির্ধারক বলা হয় জীন কে।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline