বিসিএস প্রিলিমিনারি – ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – মরুভূমি, মালভূমি ও গিরিপথ
প্রধান মরুভূমি :
সাহারা (বৃহত্তম মরুভূমি)-আফ্রিকা
থর-ভারত ও পাকিস্তান
কালাহারি-দক্ষিণ আফ্রিকা
গোবি-এশিয়া
মরুভূমি অবস্থান আয়তন (বর্গ কিঃ মিঃ)
সাহারা উত্তর আফ্রিকা ৮৪,০০,০০০
অষ্ট্রেলিয়া মরুভূমি অষ্ট্রেলিয়া ১৫,,৫৪,০০০
লিবিয়ার মরুভূমি উত্তর আফ্রিকা ১৫,৫০,০০০
অ্যারিবিয়ান সিরিয়া ও সৌদিআরব ১৩,০০,০০০
গোবি মঙ্গোলিয়া ও উত্তর চীন ১০,৪০,০০০
কালাহারি মরুভূমি দক্ষিন আফ্রিকা ৫,২০,০০০
তুর্কস্তান মরুভূমি মধ্য এশিয়া ৪,৫০,০০০
তাকলামাকান মরুভূমি চীন ৩,২০,০০০
থর মরুভূমি ভারত ও পাকিস্তান ২,৬০,০০০
বিখ্যাত গিরিপথ :
বোলান-পাকিস্তান
খাইবার-পাকিস্তান-আফগানিস্তান
বিখ্যাত অন্তরীপ :
উত্তমাশা অন্তরীপ(Cape of Good Hope)–দক্ষিণ আফ্রিকা; আটলান্টিক মহাসাগর
কামাউ অন্তরীপ-ভিয়েতনাম
বিখ্যাত হ্রদ :
বিশ্বের গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ (রাশিয়া)
বিখ্যাত মালভূমি :
গোলান মালভূমি- এটি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে বিরোধ চলছে
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর