
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬):
মার্কসবাদী উপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। তার রচিত উপন্যাস হচ্ছে জননী, পদ্মা নদীর মাঝি, নুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য।
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯):
তার রচিত কাব্য গ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক। লেখিকার শিশুতোষ গ্রন্থ হচ্ছে ইতল বিতল, নওল কিশোরের দরবারে। কেয়ার কাটা (লেখিকার প্রথম গ্রন্থ) লেখিকার গল্পগ্রন্থ।
লেখিকার আত্নজীবনী হচ্ছে একালে আমাদের কাল।
আহসান হাবীব (১৯১৭-১৯৮৫):
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রিশেষ, ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব।
তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে অরণ্যে নীলিমা, রানী খালের সাকো।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।