বিসিএস -> প্রিলিমিনারি -> বাংলা ভাষা ও সাহিত্য -> সন্ধি

স্বরসন্ধি:

স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সন্ধি হলে তাকে বলে স্বরসন্ধি। নিচে স্বরসন্ধির নিয়মগুলো দেয়া হলো-

১. ‘অ/আ’ এরপরে ‘অ/আ’ থাকলে উভয়ে মিলে ‘আ’ হয় এবং তা প্রথম ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

অ+অ = আ; নর+অধম = নরাধম; প্রাণ+অধিক = প্রাণাধিক; হিম+অচল = হিমাচল; হস্ত+অন্তর = হস্তান্তর; হিত+অহিত = হিতাহিত.

অ+আ = আ; হিম+আলয় = হিমালয়; দেব+আলয় = দেবালয়; রত্ন+আকর = রত্নাকর; সিংহ+আসন= সিংহাসন.

আ+অ = আ; যথা+অর্থ = যথার্থ; আশা+অতীত = আশাতীত; মহা+অর্ঘ = মহার্ঘ; কথা+অমৃত = কথামৃত.

আ+আ = আ; বিদ্যা+আলয় = বিদ্যালয়; কারা+আগার = কারাগার; মহা+আশয় = মহাশয়; সদা+আনন্দ = সদানন্দ;

২. ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

অ+ই = এ; শুভ+ইচ্ছা = শুভেচ্ছা; পূর্ণ+ইন্দু = পূর্ণেন্দু; স্ব+ইচ্ছা = স্বেচ্ছা; নর+ইন্দ্র = নরেন্দ্র

অ+ঈ = এ; পরম +ঈশ = পরমেশ; নর+ঈশ = নরেশ; আ+ই = এ; যথা+ইষ্ট = যথেষ্ট; আ+ঈ = এ; মহা+ঈশ = মহেশ; রমা+ঈশ = রমেশ.

৩. ‘অ/আ’ এরপরে ‘উ/ঊ’ থাকলে উভয়ে মিলে ‘ও’ হয় এবং তা ‘অ/আ’-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

অ+উ = ও; সূর্য+উদয় = সূর্যোদয়; নীল+উৎপল = নীলোৎপল; ফল+উদয় = ফলোদয়; হিত+উপদেশ = হিতোপদেশ; পর+উপকার = পরোপকার; প্রশ+উত্তর = প্রশ্নোত্তর

অ+ঊ = ও; গৃহ+ঊর্ধ্ব = গৃহোর্ধ্ব; চল+ঊর্মি = চলোর্মি; নব+ঊঢ়া = নবোঢ়া; আ+উ = ও; যথা+উচিত = যথোচিত; মহা+উৎসব = মহোৎসব; যথা+উপযুক্ত = যথোপযুক্ত

আ+ঊ = ও; গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline