গ
গড্ডলিকা প্রবাহ-অন্ধ অনুকরণ
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো-কোনো দায়িত্ব গ্রহণ না করা
গদাই লস্করি চাল-অতি ধীর গতি, আলসেমি
গুরু মারা বিদ্যা-যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গণেশ উল্টানো-উঠে যাওয়া, ফেল মারা
গোকুলের ষাঁড়-স্বেচ্ছাচারী লোক
গলগ্রহ-পরের বোঝা স্বরূপ থাকা
গোঁয়ার গোবিন্দ-নির্বোধ অথচ হঠকারী
গরিবের ঘোড়া রোগ-অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
গোল্লায় যাওয়া-নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গরমা গরম-টাটকা
গোবর গণেশ-মূর্খ
গরজ বড় বালাই-প্রয়োজনে গুরুত্ব
গোলক ধাঁধা-দিশেহারা
গরু খোঁজা-তন্ন তন্ন করে খোঁজা
গোঁফ খেজুরে-নিতান্ত অলস
গরু মেরে জুতা দান-বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গোড়ায় গলদ-শুরুতে ভুল
গাছে কাঁঠাল গোঁফে তেল-প্রাপ্তির আগেই আয়োজন
গৌরচন্দ্রিকা-ভূমিকা
গা ঢাকা দেওয়া-আত্মগোপন
গৌরীসেনের টাকা-বেহিসাবী অর্থ
গায়ে কাঁটা দেওয়া-রোমাঞ্চিত হওয়া
গুড়ে বালি-আশায় নৈরাশ্য
গাছে তুলে মই কাড়া-সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
ঘ
ঘোড়ার ডিম-অবাস্তব
ঘাটের মরা-অতি বৃদ্ধ
ঘোড়া রোগ-সাধ্যের অতিরিক্ত সাধ
ঘটিরাম-আনাড়ি হাকিম
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া-মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো-নিজ খরচে পরের বেগার খাটা
ঘোড়ার ঘাস কাটা-অকাজে সময় নষ্ট করা
ঘর ভাঙানো-সংসার বিনষ্ট করা
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।