🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ

                              বাজেট নিয়ে কিছু  কথা

*২০১৫ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলবে ২০২১ সালের জুন পর্যন্ত।

*বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ভিশন-২০২১। এ কাজও শেষ হবে ২০২১ সালের জুনে। ভিশন-২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থবছর (২০১৫-১৬) থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যে একটি সেতুবন্ধ গড়ে তোলার লক্ষ্য নিয়েই সরকার নতুন বাজেট প্রণয়ন করেছে।

* বাজেটের মূল প্রতিপাদ্য-সমৃদ্ধির সোপানে বাংলাদেশ- উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা

* মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সরকারের এটি– ২য় বাজেট

* বাংলাদেশের — ৪৫তম বাজেট

* আওয়ামীলীগ সরকারের — ১৬তম বাজেট

* অর্থমন্ত্রী আবুল মাল আবুল মহিতের– ৯ম বাজেট [২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর ;১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪]

* বাজেট উপস্থাপন – ৪ জুন, ২০১৫

                        ২০১৫ এর বাজেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

 

১] মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। (GDP এর 17.2 % )

২]রাজস্ব আয়ের পরিকল্পনা ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা (GDP এর 12.1 % )

৩]GDP= ১৭,১৬,৭০০কোটি টাকা [১৫,১৩,৬০০ কোটি (চলতি মুল্যে), ৮, ২৪, ৫৩২ কোটি ( স্থির মূল্যে ) অর্থনৈতিক সমিক্ষা ]

৪]জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ।

৫] মূল্যস্ফীতি ৬.২ শতাংশ।

৬] এডিপি ৯৭,০০০ কোটি টাকা।(GDP এর 5.7 % )

৭] বাজেটের ঘাটতি ধরা হয়েছে — ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা [অনুদান ছাড়া] (GDP এর ৫% )

— ৮০ হাজার ৮৫৭ কোটি টাকা [অনুদান সহ ]

৮] এনবিআর কর ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।

৯] এনবিআর বহিভূর্ত কর ৫ হাজার ৮৭৪ কোটি টাকা

১০]ব্যাংক ঋণ ৩৮ হাজার ৫২৩ কোটি

১১]বৈদেশিক উৎস্য থেকে পাওয়া যাবে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা।

বাজেটে বরাদ্দকৃত কিছু খাত-

━━━━━━━━━━━━

* সর্বোচ্চ বরাদ্ধ – অর্থ বিভাগ

১.সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে ৫৬,৬৯৬ কোটি টাকা। [মোট ব্যায়ের ১৯ দশমিক ২ শতাংশ ]

২. কৃষিখাতে বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৯,৯৭৯ কোটি টাকা। [ মোট ব্যায়ের ৬ দশমিক ৮ শতাংশ।]

৩. শিক্ষা প্রযুক্তি খাতে বরাদ্দ ৩৪ হাজার ৩৭০ কোটি টাকা। [মোট ব্যায়ের ১১ দশমিক ৬ শতাংশ।]

৪. স্বাস্থ্য খাতে ১২ হাজার ৬৯৫ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৩ শতাংশ।]

৫. প্রতিরক্ষাখাতে বরাদ্দ ১৮ হাজার ৩৯৮ কোটি টাকা। [মোট ব্যয়ের ৬ দশমিক ২ শতাংশ।]

৬. যোগাযোগ ও পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৭০০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৯দশমিক ৭শতাংশ।]

৭ .জ্বালানি ও বিদ্যুৎখাতে বরাদ্দ ১৮ হাজার ৫৪০ কোটি টাকা। [ মোট ব্যয়ের ৬ দশমিক ৩ শতাংশ। ]

৮. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০৯৯৬ কোটি টাকা। [মোট ব্যয়ের ৭ দশমিক ১ শতাংশ।]

৯. জনশৃংখলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ১৩ হাজার ৬৩০ কোটি টাকা। [মোট ব্যয়ের ৪ দশমিক ৬ শতাংশ।]

করমুক্ত আয়সীমাঃ

━━━━━━━━━━━━

☆ ব্যক্তিশ্রেণী : ২ লাখ ৫০ হাজার টাকা।

☆নারী ও ৬৫ বছরের অধিক বয়স্ক : ৩ লাখ টাকা।

☆ প্রতিবন্ধী ব্যক্তি : ৩ লাখ ৭৫ হাজার টাকা।

☆গেজেটভূক্ত মুক্তিযোদ্ধা করদাতা : ৪ লাখ ২৫ হাজার টাকা।

কর্পোরেট টেক্সঃ

━━━━━━━━━━━━

১. তালিকাভুক্ত কোম্পানি- ২৫% (বিদ্যমান- ২৭.৫%)

২. অ-তালিকাভুক্ত কোম্পানি- ৩৫% (বিদ্যমান- ৩৫%)

৩. তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্টান- ৪০% (বিদ্যমান- ৪২.৫%)

৪. অ-তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্টান – ৪০.৫% (বিদ্যমান- ৪২.৫%)

 

 

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি কৃষিজ সম্পদ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved