📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

বিসিএস প্রিলিমিনারি – বাংলা ভাষা ও সাহিত্য – পত্র লিখন

‘প্রাপক’ অর্থ – যার উদ্দেশ্যে পত্রটি রচিত।

চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি- আবেদনপত্র।

সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-আবেদনপত্র।

সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য পাঠাতে হবে-সম্পাদক বরাবর।

লেনদেন, ক্রয়-বিক্রয় ইত্যাদি বিষয়ক পত্রকে বলে- ব্যবসাসংক্রান্ত পত্র।

চিঠিপত্র ‘ডেড লেটার’ বলে চিহ্নিত হয়- পূর্ণ ও স্পষ্ট ঠিকানা অভাবে।

অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রে সম্ভাষণ হবে-সালামবাদ বা নমস্কারপূর্বক।

মাতার নিকট পুত্রের পত্রে সম্বোধন হবে -পাক জনাবেষু।

সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম – দলিলপত্র।

পত্র লেখকের ঠিকানা লিখতে হয়-পত্রের ওপরে ডান পার্শ্বে।

ব্যক্তিগত পত্রের সম্ভাষণে ব্যবহৃত হয় না – জনাব।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "বিসিএস প্রিলিমিনারি - বাংলা ভাষা ও সাহিত্য - পত্র লিখন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved