গুরুদুয়ারা শিখ মন্দিরঃ
১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দক্ষিন – পূর্বে বেষ্টনী ঘেরা মন্দিরটি গুরুদুয়ারা শিখ মন্দির নামে পরিচিত
২) এটি এক সময় সুজাতপুরের শিখ সঙ্গত নামে পরিচিত ছিল
৩) সম্রাট জাহাঙ্গীরের আমলে আলমাস্ট নামেরএকজন শিখ ঢাকায় গুরুদুয়ারা শিখ মন্দির নির্মাণ করেন
৪) মন্দিরের কেন্দ্রীয় কক্ষে একটি অনুচ্চ বেদীর উপর ‘গ্রন্থ সাহেব’ নামক একটি বড় হস্তলিখিত গ্রন্থ খোলা অবস্থায় আছে
হযরত শাহ জালাল (রহঃ) এর দরগাঃ
১) হজরত শাহ জালাল (রহঃ) এর দরগা সিলেটে অবস্থিত
২) ধর্ম প্রচারের উদ্দেশে হজরত শাহ জালাল (রহঃ) ১৩০৩ সালে সিলেট আগমন করেন
৩) ১৩৪৬ সালে হজরত শাহ জালাল (রহঃ) ইন্তেকাল করে।
বায়েজিদ বোস্তামির মাজারঃ
১) বায়েজিদ বোস্তামির মাজার চট্টগ্রামের উত্তরে পাহাড়ের উপর অবস্থিত
২) এখানে কোন কবর নেই
৩) কথিত আছে বায়েজিদ বোস্তামির এখানে পাঁচ বছরকাল জঙ্গলে ধ্যান করেছেন
৪)বায়েজিদ বোস্তামির একটি আঙ্গুল কাটা গেলে সেই আঙ্গুলের উপর মাজার টি নির্মিত হয়
৫) বায়েজিদ বোস্তামির মাজারে সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত একটি মসজিদ রয়েছে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।