সাত গম্বুজ মসজিদঃ

১) সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত
২) ধারনা করা হয় সপ্তদশ শতাব্দিতে ( ১৬৮০ সালে ) শায়েস্তা খান বা তার পুত্র উমিদ খান এটি নির্মাণ করেন
৩) চার টি মিনার এবং মূল তিনটি গম্বুজ থাকায় এর নামকরন করা হয়েছে সাত গম্বুজ মসজিদ
৪) সাত গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা তিন টি

বিনত বিবির মসজিদঃ

১) ঢাকার সবচেয়ে পুরনো হল বিনত বিবির মসজিদ
২) নারিন্দা পুলের উত্তরে ছোট এই মসজিদ টি নির্মাণ করা হয়েছিল ঢাকা মুগল রাজধানী হওয়ার আগে

কুসুম্বা মসজিদঃ

১) আমাদের কাগজী পাঁচ টাকার নোট এ যে মেহরাবের ছবি দেখা যায় তা এই কুসুম্বা মসজিদ
২) কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা থানায় , রাজশাহি-নওগাঁ মহাসড়কের পাশে অবস্থিত

লালবাগ শাহী মসজিদঃ

১) লালবাগ শাহী মসজিদ মুগল আমলের স্থাপত্য কীর্তি

২) যুবরাজ মোহাম্মদ আযম লালবাগ শাহী মসজিদ নির্মাণ করেন

মখদুম শাহের মাজারঃ

১) মখদুম শাহের মাজার রাজশাহী জেলায় অবস্থিত
২) শিলালিপি দৃষ্টে মনে হয় এটি সম্রাট শাহজাহানের রাজত্ব কালে ১৬৩৪ সালে নির্মিত হয়েছিল

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline