কাগজ শিল্পঃ
- মোট কাগজ কল- ৭টি
- সবচেয়ে বড় কাগজ কল- কর্ণফুলী পেপার মিল (চন্দ্রঘোনা, রাঙামাটি) (কাঁচামাল- বাঁশ)
- প্রথম কাগজ কল স্থাপিত হয়- ১৯৫৩ সালে (কর্ণফুলী)
- উত্তরবঙ্গ কাগজ কল- পাকশী, পাবনা (কাঁচামাল- আখের ছোবড়া)
- খুলনা পেপার মিলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো-সুন্দরবনের গেওয়া কাঠ
- উত্তরবঙ্গের পেপার মিলের কাঁচামাল ব্যবহৃত হতো আখের ছোবড়া
- সিলেট কাগজ কলের কাঁচামাল ব্যবহৃত হয় নলখাগড়া ও ঘাস
- বাংলাদেশে সিমেন্ট কারখানা ১৪টি
- সরকারি খাতে সিমেন্ট কারখানা ৫টি
- বাংলাদেশে বস্ত্রকল ২৪টি (সরকারি)
- দেশে উৎপাদিত বস্ত্র স্থানীয় চাহিদার পূরণ করে ৭%
- বাংলাদেশের বস্ত্রশিল্প বিকাশের প্রধান সমস্যা কাঁচামালের অভাব, দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিক অসন্তোষ
- বাংলাদেশে মোট চিনিকল => ১৪টি
- বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল => কেরু এন্ড কোং লিঃ (দর্শনা)
- খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল সুন্দরি কাঠ
- বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা ৩টি যথা- ১) খুলনা শিপইয়ার্ড, ২) চট্টগ্রাম ডকইয়ার্ড, ৩) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড
- দেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা খুলনা শিপইয়ার্ড
- বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা ১টি, গাজীপুরে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের
…. তে ক্লিক কর।