২. অতীত কালঃ
(সাধারণ অতীত)
যে ক্রিয়া আগেই শেষ হয়েছে
প্রদীপ নিভে গেল।
শিকারি পাখিটিকে গুলি করল।
ক) পুরাঘটিত বর্তমানের স্থলে : এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে।
খ) বিশেষ ইচ্ছা প্রকাশে : তোমরা যেটি খুশি কর, আমি বিদায় হলাম।
নিত্যবৃত্ত অতীত
(অতীতকালে অভ্যস্ততা অর্থে)
আমরা তখন রোজ নদীতে গোসল করতাম।
ক) কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হত।
খ) অসম্ভব কল্পনায় : সাতাশ হত যদি একশ’ সাতাশ।
গ) সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালই হত।
ঘটমান অতীতঃ
(অতীতে চলছিল (যখনকার কথা বলা হচ্ছে, তখনো কাজটি শেষ হয় নি।))
কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আর আমরা তখন ভিজছিলাম।
পুরাঘটিত অতীতঃ
(অতীতে বহু আগে সংঘটিত)
সে বার তাকে সুস্থিই দেখেছিলাম।
কাজটি কি তুমি করেছিলে?
ক) অতীতের নিশ্চিত ঘটনার বর্ণনায় : পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ মারাঠা সৈন্য মারা গিয়েছিল।
আমি সমিতিতে সে দিন পাঁচ টাকা নগদ দিয়েছিলাম।
খ) অতীতের ক্রিয়া পরম্পরা বোঝাতে অপেক্ষাকৃত আগে সম্পন্ন ক্রিয়াতে : বৃষ্টি শেষ হবার পূর্বেই আমরা বাড়ি পৌছেছিলাম।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।