বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি বঙ্গোপসাগর

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি বঙ্গোপসাগর

বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি উপসাগর। এটি অনেকটা ত্রিভূজাকৃতির।পশ্চিম দিকের সীমানায় রয়েছে ভারত ও শ্রীলংকা, উত্তরে রয়েছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য (এই দুই বাংলায় এর ব্যপ্তি বলেই এর নাম হয়েছে বঙ্গোপসাগর), থাইল্যান্ডের দক্ষিণাংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে পূর্ব দিকে। বঙ্গোপসাগরের প্রায় ২,১৭২,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ।সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিজয় লাভের পর বঙ্গোপসাগরে বিদ্যমান সম্পদের ওপর জরিপ চালানোর পথ সুগম হয়েছে। ভারতের সঙ্গে সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে; এ সমুদ্র সীমা নির্ধারণের এটি সঠিকভাবে নিস্পত্তি হলে আরো এক লাখ বর্গমাইলেরও কিছু বেশি এলাকা পাওয়া যাবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী থেকে শীতলক্ষ্যা থেকে মেঘনা থেকে কর্ণফুলী থেকে বঙ্গোপসাগর_এক বিস্তীর্ণ নৌপথ, দেখাঁর আছে অনেক কিছু।

বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগরই শুধু নয়,ভারত মহাসাগরে প্রবেশের পথও বটে। উষ্ণ পানির উপসাগর যার সঙ্গের দেশটি বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত থেকে অনেক নদী, বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে।উপসাগরের জলরাশির আয়তন ২,১৭২,০০০ কিলোমিটার। দৈর্ঘ্যে ২০৯০ কিলোমিটার, প্রস্থে ১,৬১০ কিলোমিটার এবং গভীরতা গড়পড়তা ২৬০০ মিটার। সবচেয়ে গভীরতম স্থান ৪,৬৯৪ মিটার।বঙ্গোপসাগরে মৎস্য সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠছে অসংখ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান। চট্টগ্রামে প্রায় ২ হাজার ২শ’টি প্রতিষ্ঠান বিদেশে হিমায়িত মৎস্য রপ্তানি করে। এগুলোর অধিকাংশই সরকারি ট্রলারের মাধ্যমে মাছ আহরণ করা হয়।মিরসরাই উপকূলে বঙ্গোপসাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি পোনা নিধনের মহোত্সবে মেতেছে এক শ্রেণীর অসাধু পোনা ব্যবসায়ী সিন্ডিকেট।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline