বাংলাদেশের প্রথমঃ
- > প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান
- > প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম
- > প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
- > প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ
- > প্রথম স্বররাষ্ট্রমন্ত্রী এ.এইচ.এম কামরুজ্জামান
- > প্রথম অথমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী
- > প্রথম স্পীকার(গন পরিষদ) শাহ আবদুল হামিদ
- > প্রথম স্পীকার(জাতীয় সংসদ) মোহাম্মদ উল্ল্যাহ
- > প্রথম সেনাবাহিনীর প্রধান এম.এ.জি ওসমানী
- > প্রথম এটার্নি জেনারেল এম.এইচ.খন্দকার
- > প্রথম প্রধান বিচারপতি এ.এস.এম.সায়েম
- > প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
- > বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ.এন. হামিদুল্লাহ
- > প্রথম বানিজ্য জাহাজ বাংলার দূত
- > প্রথম রনতরী বি.এন.এস.পদ্মা
- > ঢাকা বিশ্বঃ প্রথম ভাইস চ্যান্সেলর স্যার পি.জে.হার্টস
- > ঢাকা বিশ্বঃ উপমহাদেশের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমান
- > প্রথম আই.জি.পি এম.এ.খালেক
- > জাতীয় ফুটবলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু
- > ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির
- > টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়
- > ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত
- > ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ
- > প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ব্রজেন দাস
- > প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত শরসিন্দু শেখর চাকমা
- > বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা মহাব্যবস্থাপক নাজনীন সুলতানা
- > ব্যাংকের প্রথম মহিলা পরিচালক আনিসা সুলতানা
- > প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী আ.স.ম আবদুর রব
- > বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভারত
- > বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ-০৪ মার্চ, ১৯৭২
- > বাংলাদেশের প্রথম মডেল থানা-ভালুকা, ময়মনসিংহ।
- > বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী – মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
- > প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী-ব্রজেন দাশ (৬ বার)
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।