কুহক> মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছলনা, ছল
কপাল>ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক
কোকিল-পরভৃত,পিক, বসন্তদূত
কন্যা>মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া
কবুতর> পারাবত, কপোত, পায়রা, নোটন, লোটন, প্রাসাদকুক্কুট
গরু>গো, গাভী, ধেনু
ঘোড়া>অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়,তুরঙ্গ, তুরঙ্গম
ঘর>গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান
চক্ষু>চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়
চন্দ্র>চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত,মৃগাঙ্ক, রজনীকান্ত
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।