- বাংলায় নীল চাষ বিলুপ্ত হয় — ১৮৬০ সালে, নীল বিদ্রোহের জন্য
- বাংলায় নীল চাষ অব্যাহত গতিতে চলে — ১০০ বছর ধরে
- বাংলার নীল বিদ্রোহে অংশগ্রহন করে — চাষী
- ইংরেজ শাসনামলে হিন্দু সমাজের পুনর্জাগরনের অগ্রনায়ক ছিলেন — রাজা রামমোহন রায়
- ব্রাহ্ম ধর্ম ও ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন — রাজা রামমোহন রায়, ১৮২৯ সালে
- সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ হয় — ১৮১৯ সালে
- বিধবা বিবাহের বৈধকরণ আইন পাশ করেন — ১৮৫৬ সালে
- মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি উইল করে যান — হাজী মুহম্মদ মুহসীন
- হাজী মুহম্মদ মুহসীন গ্রহন করেন — ১৭৩০ সালে, হুগলীতে
- হাজী মুহম্মদ মুহসীন ইন্তেকাল করেন — ১৮১২ সালে
- নওয়াব আব্দুল লতিফ জন্ম গ্রহন করেন — ১৮২৮ সালে, ফরিদপুরে
- নওয়াব আব্দুল লতিফ উলেখ্যযোগ্য কীর্তি — মোহমেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, ১৮৬৩
- সতীদাহ প্রথা রহিতকরনে কোন সমাজ সংস্কারকের ভুমিকা উলেখযোগ্য — রাজা রামমোহন রায়
- ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন — রাজা রামমোহন রায়
- কংগ্রেস প্রতিষ্ঠিত হয় — ১৮৮৫ সালে
- কংগ্রেস প্রতিষ্ঠা করেন — এ্যালান অক্টোভিয়ান হিউম
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পন্ডিত ছিলেন — ফোর্ট উইলিয়াম কলেজের
- কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয় — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- কোন লাটের সময় বঙ্গ-ভঙ্গ হয় — লর্ড কার্জনের সময়
- বঙ্গ-ভঙ্গ কবে কার্যকর হয় — ১৯০৫ সালে
- বঙ্গ-ভঙ্গ রদ করার সময় সুপারিশ করেন ভাইসরয় — লর্ড হার্ডিঞ্জ
- বঙ্গ-ভঙ্গ রদ হয় – ১৯১১ সালে
- উপ মহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরীর জন্য সাইমন কমিশন গঠিত হয় – ১৯০৭ সালে
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর