বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি প্রাচীন কাল

সুলতানি আমলঃ

  • ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে — ১২০৪ খ্রিঃ
  • যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন — বখতিয়ার খলজি
  • বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন — দেবকোটে
  • বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন — ১৭ জন সৈন্য নিয়ে
  • বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় — ত্রয়োদশ শতকে
  • সুলতান মাহমুদ ছিলেন — গজনীর অধিপতি
  • সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার – – ১৭ বার
  • সুলতাল মাহমুদ ভারত আক্রমন করেন – – ১০০০ সালে
  • সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন – – মহাকবি ফেরদৌসি
  • সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত — রৌপ্য মুদ্রা
  • আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন — সুলতান মাহমুদের
  • সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের করেন – – ধনসম্পদ লুট করার জন্য
  • মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় — তরাইনের প্রথম যুদ্ধ
  • দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী — সুলতানা রাজিয়া
  • পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন– মুহাম্মদ বিন তুঘলক এর সময়ে
  • ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন – – উত্তর আফ্রিকার মরক্কো
  • পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল – – বাংলা
  • ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন – – সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য
  • বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে – – কিতাবুল রেহালা
  • দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন – – মুহম্মদ বিন তুঘলক
  • ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন — মুহাম্মদ ঘুরী
  • ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা — কুতুবউদ্দিন আইবেক
  • কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন — ১২১০ সালে
  • কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন — সুলতান ইলতুৎমিশ
  • দিল্লীর কুতুব মিনার নির্মান করেন – – সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত
  • মুহম্‌দ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হয় — ১৩২৫ সালে
  • ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন — ১৫১৭ সালে
  • পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় — ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে
  • শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় — সমগ্র বাংলার ১ম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ
  • বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন — আলাউদ্দিন হোসেন শাহ
  • আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল — একডালা
  • নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন — ১৪৪২ সালে
  • জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন — রাজা গণেশের ছেলে যদু সেন
  • যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় — পরাগল খান ও ছুটি খান
  • যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন — ইলিয়াস শাহ
  • মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন — সিকান্দার শাহ
  • গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন — নসরত শাহ
  • উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার এসেছিলেন — মুহম্মদ বিন তুঘলক আমলে
  • যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন — নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ
  • বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন — সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ
  • বাংলায় মহাভারত রচিত হয়  পরাগল খান ও ছুটি খান এর পৃষ্ঠপোষকতায়

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline