বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি প্রাচীন কাল

গৌড় বংশঃ

  • প্রথম ও শ্রেষ্ঠ রাজা- শশাঙ্ক
  • গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা – শশাঙ্ক
  • শশাঙ্কের উপাধি – মহাসামন্ত, রাজাধিরাজ
  • শশাঙ্কের রাজধানী- কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
  • নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন- রাজা হর্ষবর্ধন
  • হর্ষবর্ধনের সভাকবি- বাণভট্ট

পাল বংশঃ

পালবংশের রাজাদের ক্রম (সকলের সময়েই বাংলা পাল সাম্রাজ্যের অন্তর্গত ছিল, এমন নয়; বিশেষত শেষ রাজাদের সময়ে)

প্রথম গোপাল> ধর্মপাল> দেবপাল> মহেন্দ্রপাল*> নারায়ণপাল> রাজপাল> দ্বিতীয় গোপাল> দ্বিতীয় বিগ্রহপাল> প্রথম মহীপাল> ন্যায়পাল> তৃতীয় বিগ্রহপাল> দ্বিতীয় মহীপাল> দ্বিতীয় সূরপাল> রামপাল> কুমারপাল> তৃতীয় গোপাল> মনদপাল> গোবিন্দপাল

*মহেন্দ্রপালের অন্য দুটি নাম- প্রথম সূরপাল ও প্রথম বিগ্রহপাল

  • প্রতিষ্ঠাতা- গোপাল
  • শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল
  • পাল বংশের রাজারা রাজত্ব করেন- ৪০০ বছর
  • সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল
  • সোমপুর বিহার- নওগাঁ জেলার পাহাড়পুর
  • বাংলায় পাল বংশের শেষ রাজা- রামপাল

সেন বংশঃ

সেনবংশের রাজাদের ক্রম (লক্ষ্মণ সেনের শাসনামলের শেষদিকে ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বক্তিয়ার খিলজীর কাছে পরাজিত হয়ে সেন সাম্রাজ্য বাংলার শাসনাধিকার হারায়; বিশ্বরূপ সেন ও কেশব সেন কেউ-ই বাংলা শাসন করেননি)

হেমন্ত সেন; বিজয় সেন; বল্লাল সেন; লক্ষ্মণ সেন; বিশ্বরূপ সেন; কেশব সেন

  • প্রতিষ্ঠাতা- হেমন্ত সেন
  • শেষ্ঠ রাজা/সম্রাট- বিজয়সেন
  • বিজয় সেনের উপাধি- গৌড়েশ্বর
  • বল্লাল সেনের রচনা – দানসাগর, অদ্ভূত সাগর
  • সেন বংশের শেষ রাজা – লক্ষণ সেন
  • বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
  • লক্ষণ সেনের উপাধি- পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ
  • বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন- ১২০৪ খ্রিস্টাব্দে

বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানীঃ

  • মৌর্য বংশ – গৌড়
  • গুপ্ত বংশ – গৌড়
  • গৌড় (শশাঙ্ক) – কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
  • মৌর্যযুগ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
  • চন্দ্রগুপ্ত মৌর্য – পাটলিপুত্র
  • ঈশা খাঁ – সোনারগাঁও
  • পুণ্ড্র জনপদ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
  • লক্ষণ সেন – নদীয়া বা নবদ্বীপ
  • গুপ্ত রাজবংশ – বিদিশা

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline