সীতাকোট বিহার অবস্থিত-দিনাজপুর।
সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল-মূঘল আমলে।
বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন-ঈশা খাঁ।
সোনারগাঁ নামকরণ হয়েছে-ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল- মহাস্থানগড়।
পাঁচ বিবির মাজার অবস্থিত-সোনারগাঁতে।
বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত-সোনারগাঁতে।
সোনারগাঁয়ের পূর্ব নাম -সুবর্ণ গ্রাম।
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়-১৬১০ সালে।
বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন -সুবেদার ইসলাম খান।
তাঁরা মসজিদ অবস্থিত-পুরানো ঢাকায়।
বজরা শাহী মসজিদ অবস্থিত- নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
মুজিব নগর অবস্থিত-মেহেরপুর।
মহামুনি বিহার অবস্থিত-চট্টগ্রামের রাউজানে।
ষাট গম্ভুজ মসজিদ অবস্থিত-বাগেরহাট।
ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন-খান জাহান আলী।
লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন-যুবরাজ মোহাম্মদ আযম।
লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন-শায়েস্তা খান।
লালবাগ কেল্লার আদি নাম -আওরঙ্গবাদ দুর্গ।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর