বর্তমানে বাংলাদেশে বিভাগ আছে-৭ টি।
বিভাগের প্রশাসনিক প্রধান কে-বিভাগীয় কমিশনার।
ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা -খুলনা (১৮৪২ সালে।)
সর্ব প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় কবে-১৭৬৬ সালে।
দেশের সকল থানাকে কবে প্রথম উপজেলায় রুপান্তর করা হয়-১৯৮৫ সালে।
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন -গাজীপুর।
বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ -রাজশাহী বিভাগ। (৩৩,৭৭১ বঃকিঃমিঃ)
বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ -সিলেট। (১২,৫৯৬ বঃকিঃমি)
বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন -সেন্ট মার্টিন। (প্রায় ৮ বর্গ কিলোমিটার)
মেট্রোপলিটন পুলিশের প্রধান কে-পুলিশ কমিশনার।
বাংলাদেশে মোট কারাগার সংখ্যা -৬৭ টি।
ঢাকা পৌরসভা কবে গঠিত হয়-১৮৬৪ সালে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট থানা কয়টি-৪১ টি।
ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়-১৮৮৪ সালে।
ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে-আনন্দ চন্দ্র রায়।
ঢাকা পৌরসভার প্রথম মনোনিত চেয়ারম্যান কে-মিঃ স্কিনার।
কবে ঢাকা পৌরসভাকে পৌর কর্পোরেশন করা হয়- ১৯৭৮ সালে।
ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র কে-ব্যারিস্টার আবুল হাসনাত।
কবে ঢাকা পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশন করা হয়-১৯৮৯ সালে।
ঢাকা সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা টি-১০০ টি।
পুলিশের নতুন পোশাক কবে চালু হয়-১০ জানুয়ারী, ২০০৪।
বাংলাদেশ পুলিশের মনোগ্রাম থেকেবাদ দেয়া হয়েছিল-নৌকা।
বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা -৩১ টি।
রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ২৬ মার্চ, ২০০৪
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর
Pages: Page 1, Page 2, Page 3, Page 4