বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কোন রাষ্ট্রীয় বনভূমি নেই=> ২৮টি জেলায়
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি রয়েছে => ৭টি জেলায় যথা: (১) চট্টগ্রাম, (২) রাঙামাটি, (৩) বান্দরবান, (৪) কক্সবাজার, (৫) খুলনা, (৬) বাগেরহাট ও (৭) সাতক্ষীরা
মধুপুরের বনাঞ্চল অবস্থিত=> গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়
nbsp;মধুপুরের বনাঞ্চলের প্রধান বৃক্ষ => শাল
ভাওয়ালের বনাঞ্চল অবস্থিত=> গাজীপুর জেলায়
বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ => বৈলাম বৃক্ষ (উচ্চতা ২৪০ ফুট প্রায়)
বৈলাম বৃক্ষ জন্মে=> বান্দরবান বনাঞ্চলে
বাঁশ জাতীয় গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়
বাংলাদেশে নতুন আমদানি করা হয়েছে=> ইপিল ইপিল ও নীলগুল মোহর জাতীয় গাছ
পরিবেশ রক্ষায় ক্ষতিকর=> ইউক্লিপটাস
‘উপকূলীয় সবুজ বেষ্টনী’ বনাঞ্চল ১২টি জেলায় করা হয়েছে
বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে
গোলপাতা কাজে লাগে=> ঘরের ছাউনি হিসেবে
‘ম্যানগ্রোভ’ => লোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মত এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড়বিশিষ্ট গাছকে ‘ম্যানগ্রোভ’ বলে
ম্যানগ্রোভ’ দেখতে পাওয়া যায়?=> সুন্দরবন ও কক্সবাজারের উপকূলীয় জলাভূমিতে
পৃথিবীর বৃহত্তম ‘ম্যানগ্রোভ’ বন => বাংলাদেশের সুন্দরবন
. টাইডাল বন => যে ভূমি জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটায় শুকিয়ে যায় তাকে টাইডাল বা জোয়ার-ভাটার বন বলে
বাংলাদেশের টাইডাল বন অবস্থিত=> খুলনা ও পটুয়াখালী জেলার দক্ষিণাংশ উপকূলীয় বনভূমি ও সুন্দরবন এই শ্রেণীর বৃহত্তম বন,তাছাড়া কক্সবাজারের চকোরিয়াতেও এই শ্রেণীর বন রয়েছে
সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন => সংরক্ষিত চকোরিয়া বনাঞ্চল
পৃথিবীর বিখ্যাত টাইডাল বনভূমি => সুন্দরবন
চট্টগ্রাম ও রাঙামাটি বনাঞ্চলে জন্মে=> গর্জন, জারুল, সেগুন, চাপালিস, গামার, বাঁশ প্রভৃতি
বাংলাদেশের শালবৃক্ষের জন্য বিখ্যাত=> ভাওয়াল ও মধুপুরের বনভূমি
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের
…. তে ক্লিক কর।